ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জিহাদের পরিবারকে ক্ষতিপূরণ না দেয়ায় আদালত অবমাননার অভিযোগ

প্রকাশিত: ০৭:৫৪, ২৪ জানুয়ারি ২০১৮

জিহাদের পরিবারকে ক্ষতিপূরণ না দেয়ায় আদালত অবমাননার অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের নির্দেশ পালন না করায় আদালত অবমাননার অভিযোগ এনে আইনী নোটিশ দেয়া হয়েছে। অন্যদিকে নিখোঁজ সাতক্ষীরার হোমিও চিকিৎসক মোখলেছুর রহমান জনির নিখোঁজের ঘটনায় জিডি না নেয়ায় কারণে অবহেলার অভিযোগে দুই ওসি এবং এক এসআইয়ের বিরুদ্ধে আইন অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইজিপিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতের আদেশ অমান্য করায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের সাবেক চেয়ারম্যান ড. কাজী ফারুক আহমদের এক মাসের দেওয়ানি কারাদ- দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সংস্থাটির বর্তমান চেয়ারম্যান এ্যাডভোকেট এমএ ওয়াদুদের কাছে চেয়ারম্যানের কার্যালয় বুঝিয়ে দিতে নির্দেশ দেয়া হয়েছে। আদালতের এ আদেশ প্রতিপালন করে ১৫ দিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এ আদেশের বিরুদ্ধে আপীল বিভাগের আবেদন করা হবে। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছেন। শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের নির্দেশ পালন না করায় আদালত অবমাননার অভিযোগ এনে আইনী নোটিশ দেয়া হয়েছে। জিহাদের পরিবারের পক্ষে সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোঃ আবদুল হালিম রেলওয়ে ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে এ লিগ্যাল নোটিশ পাঠান। ১৪ দিনের মধ্যে ক্ষতিপূরণের অর্থ না পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে মামলা হবে। মঙ্গলবার নোটিশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন আইনজীবী ব্যারিস্টার মোঃ আব্দুল হালিম। এর আগে সোমবার জিহাদের পরিবারের পক্ষে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আমজাদ হোসেন, ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মদ খান এবং ফায়ার সার্ভিসের পরিচালক মেজর একেএম শাকিল নেওয়াজকে নোটিশটি পাঠানো হয়। রাজধানীর শাজাহানপুরে নলকূপের পাইপে পড়ে উদ্ধার তৎপরতায় অবহেলাজনিত কারণে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেয় হাইকোর্ট। এছাড়া তা ৯০ দিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য নির্দেশ দিয়েছিল আদালত। ব্যারিস্টার আব্দুল হালিম বলেন, সোমবার সংশ্লিষ্টদের কাছে ক্ষতিপূরণ চেয়ে নোটিশ পাঠিয়েছি। আদালতের রায়ের পর ৯০ দিনের মধ্যেও ক্ষতিপূরণের টাকা না দেয়ায় এ নোটিশ পাঠানো হয়। ১৪ দিনের মধ্যে ক্ষতিপূরণের অর্থ না পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টে মামলা করা হবে। ২০১৪ সালের ২৬ ডিসেম্বর শাহজাহানপুর রেল কলোনিতে একটি খোলা নলকূপের পাইপে পড়ে যায় চার বছরের শিশু জিহাদ। এরপর প্রায় ২৩ ঘণ্টা চেষ্টা চালিয়েও তাকে উদ্ধারে অপারগতা প্রকাশ করে ফায়ার সার্ভিস। এর কিছু পরেই কয়েকজন তরুণের তৎপরতায় তৈরি করা যন্ত্রে পাইপের নিচ থেকে তুলে এনে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ওই ঘটনায় চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুল হালিম হাইকোর্টে রিট করেন। সেই রিটের প্রাথমিক শুনানিতে রুল জারি করেন আদালত। রুলের চূড়ান্ত শুনানি শেষে ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি হাইকোর্টের রায়ে শিশু জিহাদের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেয়া হয়। তিন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ ॥ নিখোঁজ সাতক্ষীরার হোমিও চিকিৎসক মোখলেছুর রহমান জনির নিখোঁজের ঘটনায় জিডি না নেয়ায় কারণে অবহেলার অভিযোগে দুই ওসি এবং এক এসআইয়ের বিরুদ্ধে আইন অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইজিপিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশে আদালত বলেছেন, জিডি করতে চাইলে তা নিতে হবে এবং জনির স্ত্রীর এ বিষয়ে আদালতে নালিশি মামলাও করতে পারবেন। আদেশের বিষয়ে আইনজীবীরা জানান, সাতক্ষীরার হোমিও চিকিৎসক মোকলেসুর রহমান জনির নিখোঁজ হওয়ার ঘটনায় সাতক্ষীরা সদর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোলা, বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ ও এসআই হিমেলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশের মহাপরিচালককে (আইজি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ঘটনায় আদালতের নির্দেশে করা পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনের ওপর শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
×