ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংসদে আলোচনা

পদ্মা সেতু নিয়ে খালেদা জিয়া ও ড. ইউনূসের ষড়যন্ত্রের তদন্ত দাবি

প্রকাশিত: ০৭:৪৭, ২৪ জানুয়ারি ২০১৮

পদ্মা সেতু নিয়ে খালেদা জিয়া ও ড. ইউনূসের ষড়যন্ত্রের তদন্ত দাবি

সংসদ রিপোর্টার ॥ পদ্মা সেতু নিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. ইউনূস যড়যন্ত্র করেছিলেন বলে অভিযোগ করেছেন মাদারীপুর-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিম। তিনি এই যড়যন্ত্রের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। মঙ্গলবার রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। বাহাউদ্দিন নাসিম বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের সৌদি আরবের ব্যাংকে এ্যাকাউন্ট রয়েছে বলে মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে। বিদেশে জিয়া পরিবারের যে অবৈধ সম্পদ রয়েছে তার ওপর দেশের জনগণের হক রয়েছে। তাই এই সম্পদ দেশে ফিরিয়ে আনার পাশাপাশি বিদেশে অবৈধ সম্পদ রাখার জন্য খালেদা জিয়া ও তারেক রহমানের শাস্তি দাবি করছি। খালেদা জিয়া, তারেক রহমান ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. ইউনূস রোহিঙ্গা সমস্যা সমাধান চান না বলে অভিযোগ করে বাহাউদ্দিন নাসিম বলেন, ড. ইউনূস রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে পর্যন্ত যাননি। রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, বিদেশী মিডিয়া আপনাদের বিদেশে সম্পদ থাকার কথা প্রচার করেছে। তাই এ কথা বলার জন্য প্রধানমন্ত্রীকে উকিল নোটিস না দিয়ে সাহস থাকলে বিদেশী মিডিয়াকে উকিল নোটিস দেন। তিনি বলেন, দেশে এখন ৪১টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। তাই বিএনপি নির্বাচনে না আসলে নির্বাচন বন্ধ থাকবে না। ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী বলেন, কোন কোন মন্ত্রীর লাগামহীন বক্তব্যের কারণে বর্তমান সরকারের অর্জন কিছুটা হলেও ম্লান হয়েছে। খুলনা-১ আসনের সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্বনন্দিত নেত্রী। সারাবিশ্ব এখন শেখ হাসিনার প্রশংসা করছে। আর বিএনপি-জামায়াত দেশে আগুন দিয়ে মানুষ হত্যা করে সরকার হঠাতে চেষ্টা করে ব্যর্থ হয়েছে। ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য মোঃ আবদুল হাই বলেন, বঙ্গবন্ধু আমাদের সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছিলেন। তার ডাকে সাড়া দিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। কিন্তু স্বাধীনতার পর আমরা দেশী-বিদেশী ষড়যন্ত্রের শিকার হই। বর্তমান প্রধানমন্ত্রী আবার নতুন করে সোনারবাংলা গড়ার চেষ্টা করছেন।
×