ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জেরুজালেমে মার্কিন দূতাবাস

প্রকাশিত: ০৬:৪৮, ২৪ জানুয়ারি ২০১৮

জেরুজালেমে মার্কিন দূতাবাস

জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস খোলার ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। শুরুতে এক্ষেত্রে ৩ থেকে ৪ বছর সময় লাগতে পারে বলে জানানো হয়েছিল। কিন্তু সোমবার ইসরাইলের পার্লামেন্টে সুনির্দিষ্টভাবে সময়কাল উল্লেখ করেন মাইক পেন্স। তিনি বলেন, ২০১৯ সালের শেষ নাগাদ ওই দূতাবাস খোলা হবে। এতে নতুন করে মুসলিম বিশ্বে উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে অনলাইন সিএনএন। ইসরাইলের পার্লামেন্ট নেসেটে দেয়া বক্তব্যে ইসরাইলকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বন্ধু হিসেবে আখ্যায়িত করেন মাইক পেন্স। দূতাবাস খোলার বিষয়ে পেন্স জানিয়েছেন, এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করে যত দ্রুত সম্ভব জেরুজালেমে দূতাবাস খুলতে ইচ্ছুক যুক্তরাষ্ট্র। পেন্সের এই ঘোষণায় পার্লামেন্টে করতালির রোল ওঠে। পাশাপাশি এর বিরোধিতা করেন কয়েকজন আরব আইন প্রণেতা। এর প্রতিবাদে তারা পার্লামেন্ট থেকে ওয়াকআউট করেন। নিরাপত্তা রক্ষাকারীদের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এদের অন্যতম এমপি আয়মান ওদেহ। তিনি মাইক পেন্সকে টুইটে ‘ভয়াবহ একজন বর্ণবাদী’ আখ্যায়িত করেন। সূত্র : ইন্টারনেট
×