ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইপিএলের সময়সূচীতে পরিবর্তন

প্রকাশিত: ০৬:৩৪, ২৪ জানুয়ারি ২০১৮

আইপিএলের সময়সূচীতে পরিবর্তন

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি বছরের ৭ এপ্রিল থেকে শুরু হবে আইপিএলের ১১তম আসর এবং তার একদিন আগে ৬ এপ্রিল হবে উদ্বোধনী অনুষ্ঠান। প্রথমে জানানো হয়েছিল আগামী ৪ এপ্রিল থেকে আসরটি শুরু হবে। তবে আইপিএল গভর্নিং কাউন্সিল নিশ্চিত করেছে তিনদিন পিছিয়ে মুম্বাইয়ে প্রতিযোগিতাটি শুরু হচ্ছে। আসরের ফাইনালও হবে একই জায়গায় ২৭ মে। আগে ম্যাচ শুরু হতো বিকেল ৪টা ও রাত ৮টায়। তবে আইপিএলের চেয়ারম্যান রাজীব শুক্লা জানান, টেলিভিশন চ্যানেলের অনুরোধের কারণে চলতি আসরে বিকেলের ম্যাচ শুরু হবে সাড়ে ৫টায়, আর পরের ম্যাচ হবে সন্ধ্যা ৭টা থেকে। ‘ব্রডকাস্টারদের তরফে সময় পরিবর্তনের আর্জি জানানো হয়েছিল। সর্বসম্মতিক্রমেই সেটা গভর্নিং কাউন্সিলের মিটিংয়ে মেনে নেয়া হয়েছে। কারণ রাত ৮টায় ম্যাচ শুরু হলে অনেক দেরি হয়ে যাচ্ছিল।’ বলেন তিনি। শুক্লা আরও বলেন, ‘ফলে একটা সময় দুটো ম্যাচ একসঙ্গে হবে। কিন্তু ব্রডকাস্টারদের দাবি তাতে কোন সমস্যা নেই। একাধিক চ্যানেল রয়েছে যেখানে আলাদাভাবে দুটো ম্যাচ দেখানো হবে।’ চলতি মাসের ২৭ ও ২৮ তারিখ বেঙ্গালুরুতে হবে আইপিএলের নিলাম। সবমিলিয়ে এক হাজার এক শ’ ২২জন ক্রিকেটার রেজিস্ট্রেশন করলেও নিলামে উঠবে ৫ শ’ ৭৮ জন। নিলামে উঠতে যাওয়া ক্রিকেটারদের মধ্যে ভারতের তিন শ’ ৬০ জন এবং বাকি ২ শ’ ১৮ জন বিদেশী ক্রিকেটার। সাকিব, তামিম ও মুস্তাফিজসহ নিলামে বাংলাদেশী আছেন ছয়জন।
×