ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু স্টেডিয়ামের রঙিন গ্যালারি...

প্রকাশিত: ০৬:২৭, ২৪ জানুয়ারি ২০১৮

বঙ্গবন্ধু স্টেডিয়ামের রঙিন গ্যালারি...

ফুটবল ভালবেসে বিকেএসপি থেকে বঙ্গবন্ধুতে ॥ খেলা শুরুর ঘণ্টাখানেক আগে স্টেডিয়াম চত্বরে দেখা গেল বিকেএসপির দুটি বাস পার্ক করা। সেখান থেকে নেমে আসছে বিকেএসপির শিক্ষার্থীরা। তারা লাইন ধরে টিকেট বুথ থেকে সংগ্রহ করছে টিকেট। এ প্রসঙ্গে কথা হয় কুদ্দুসুর রহমানের সঙ্গে। বিকেএসপির জিম ম্যানেজার। তিনি জানান, ‘ছেলে-মেয়ে মিলে ৮০ স্টুডেন্ট এসেছে। ছেলে ৫৫ জন, মেয়ে ২৫ জন। এছাড়া জনাদশেক অফিসিয়ালও আছে। স্টুডেন্টদের জোর করে আনা হয়নি। মূলত যারা ফুটবল ভালবাসে, তারাই স্বেচ্ছায় এসেছে খেলা দেখতে। এছাড়াও খেলা দেখতে এসেছে সাইফ স্পোর্টিং ক্লাবের জুনিয়র দলও। তাদের আবাসিক ক্যাম্প এখন বিকেএসপিতেই।’ নিজের হাতেই দুই হাজার টিকেট বি??? ॥ ‘টানা ছয়দিন ধরেই আমরা দর্শকদের মাঝে বিনামূল্যে টিকেট বিতরণ করে যাচ্ছি। শুধু আজকের কথাই বলি, এ পর্যন্ত আমি শুধু নিজের হাতেই টিকেট বিলিয়েছি দুই হাজারেরও বেশি। এখনও অনেক সময় বাকি। আশা করছি, সংখ্যাটা আরও বাড়বে। মোট কথা, টিকেট নিতে বেশ ভালই সাড়া পাচ্ছি দর্শকদের কাছ থেকে। এদের মধ্যে মহিলা দর্শকও উল্লেখযোগ্য’Ñ কথাগুলো মেহেদী হাসান মাহির, সাইফ স্পোর্টিং ক্লাবের ভলান্টিয়ার। জার্সির লোভে গ্যালারিতে ॥ কিছু দর্শক অভিযোগ করেন, সাইফ স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষ ফ্রি টিকেটের সঙ্গে পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী প্রথমে জার্সি বিতরণ করলেও এখন আর বিতরণ করছে না। এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে সাইফ কর্তৃপক্ষ জানায়Ñ শুরুতে জার্সি বিতরণের পরিকল্পনাই ছিল। কিন্তু এতে দেখা গেছে, শুধু জার্সির লোভে দর্শকরা জার্সি নিয়ে গ্যালারিতে ঢুকছে এবং একটু পরেই বের হয়ে চলে যাচ্ছে। ফলে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। ঘোষণা দেয়া হয়, জার্সি বিতরণ করা হবে হাফ টাইমের সময়। তার মানে দর্শককে কমপক্ষে ৪৫ মিনিট গ্যালারিতে বসে খেলা দেখতেই হবে।’ এরা কি প্রকৃত ফুটবলপ্রেমী ॥ গ্যালারিতে উপস্থিত হাজার পাঁচেক দর্শক। এ যেন ‘নাই মামার চেয়ে কানা মামা ভাল।’ প্রেসবক্সের একজন মজা করে বললেন, সারা বছর এই দর্শকদের তো মাঠেই দেখা যায় না। কিন্তু আজ এরা কেন স্টেডিয়ামে এলো, যেখানে একইদিনে মিরপুরে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ হচ্ছে। এর কারণ দর্শকরা এসেছে পুরস্কার পাবার লোভে। কারণ সাইফ স্পোর্টিং দর্শক টানতে লোভনীয় কিছু পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে। যেমন : জার্সি বিতরণ, র‌্যাফেল ড্র’র পুরস্কার (আইফোনসহ বিভিন্ন স্মার্ট ফোন), প্রথম তিন ভাগ্যবানকে মালদ্বীপে ভ্রমণ করানো এবং বিনামূল্যে টিকেট বিতরণ। এগুলো না দিলে আজ কজন দর্শক মাঠে আসতো?
×