ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কোহলি ও পেরি- ক্রিকেটের নতুন দুই চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৬:১৯, ২৪ জানুয়ারি ২০১৮

কোহলি ও পেরি- ক্রিকেটের নতুন দুই চ্যাম্পিয়ন

বিরাট কোহলি, স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামসন, জো রুকে ধরা হয় সমসাময়িক ক্রিকেটের শীর্ষ চার প্রতিদ্বন্দ্বী। প্রত্যেকে নিজ দেশের হয়ে অসাধারণ পারফর্ম করে চলেছেন। ম্যাচের পর ম্যাচ ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দিচ্ছেন। এর মধ্যে আবার শীর্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে কোহলি ও স্মিথের নাম উচ্চারিত হয়। তবে ২০১৭ সালে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বর্ষসেরা নির্বাচিত হয়ে অস্ট্রেলিয়া অধিনায়ককে টেক্কা দিয়েছেন ভারত অধিনায়ক কোহলি। তবে মেয়েদের ক্রিকেটে কিন্তু ঠিকই ভারতীয়দের পেছনে ফেলে বর্ষসেরা হয়েছেন অস্ট্রেলিয়ার একজন। তিনি হালের প্রমীলা ক্রিকেটের আইকন এলিস পেরি। স্মিথ অবশ্য কেবল টেস্টের বর্ষসেরা নির্বাচিত হয়েছেন। গত দুই বছর ধরে ভারত বিশ্ব ক্রিকেটে অপ্রতিরোধ্য হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। আর এর পেছনে মূখ্য ভূমিকা কোহলির। নেতৃত্ব দেয়ার পাশাপাশি দলের অপরিহার্য এ ব্যাটসম্যান স্বীয় নৈপুণ্যেও ছিলেন ভাস্বর। তবে চলতি দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম দুই টেস্টেই ভারতীয় দলের হার দেখেছে ক্রিকেট বিশ্ব। দলের ভরাডুবির মধ্যেও কোহলির ব্যাট থেকে এসেছে একটি সেঞ্চুরি। ২০১৭ সাল জুড়েও রানের ফুলঝুরি ছিল তার ব্যাটে। আর তারই পুরস্কার পেতে যাচ্ছে আধুনিক ক্রিকেটের এই ‘রেকর্ড বয়’। গত বছর সব ধরনের ক্রিকেটে বিস্ময়কর ব্যাটিং করার পুরস্কার হিসেবে ক্যারিয়ারে প্রথমবারের মতো জুরিদের ভোটে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ‘স্যার গারফিল্ড সোবার্স ট্রফি’ বিজয়ী মনোনীত হন কোহলি। শুধু এটুকুতেই আটকে নেই তার পুরস্কারের তালিকা। একই সঙ্গে ওয়ানডেতেও বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। তবে টেস্টের বর্ষসেরা হয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। নতুন বছরের প্রথম মাসেই বর্ষসেরা পারফর্মারদের নাম ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তিন ফরমেটের ক্রিকেটেই- ওয়ানডে, টি২০ ও টেস্ট এর জন্য সেরা পারফর্মারদের তালিকা প্রকাশ করেছে তারা। এর সঙ্গে তিন ফরমেটের বর্ষসেরা দলও ঘোষণা করেছে। তবে এই একাদশগুলোতে ঠাঁই হয়নি বাংলাদেশের কোন ক্রিকেটারের। যদিও সাকিব আল হাসান ও মুশফিকুর রহীম ইএসপিএন ক্রিকইনফো এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) মনোনয়নে বর্ষসেরা টেস্ট দল, টি২০ একাদশে সাকিবকে রেখেছিল। দল নির্বাচনে ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর থেকে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পারফর্মেন্সকে বিবেচনায় এনেছে আইসিসি। নির্বাচিত টেস্ট ও ওয়ানডে-উভয় দলেরই অধিনায়ক হিসেবে রাখা হয়েছে কোহলিকে। মূলত ক্রিকেটের তিন ফরমেট মিলিয়েই ‘স্যার গারফিল্ড সোবার্স ট্রফি’ বা ‘ক্রিকেটার অব দ্য ইয়ার’ নির্বাচিত করা হয়। সে হিসেবে ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর থেকে ২০১৭ সালের শেষ পর্যন্ত ভারতীয় অধিনায়ক কোহলি টেস্টে ৭৭.৭০ গড়ে ২ হাজার ২০৩ রান করেছেন। এর মধ্যে ৮টি সেঞ্চুরি রয়েছে। ওয়ানডেতে ৭ সেঞ্চুরিতে ৮২.৬৩ গড়ে রান এক হাজার ৮১৮। টি২০-তে ১৫৩ স্ট্রাইক রেটে মোট রান করেছেন ২৯৯। আর অসি অধিনায়ক স্মিথ এই সময়ের মধ্যে ১৬ টেস্টে করেছেন ৭৮.১২ গড়ে ১৮৭৫ রান। এর মধ্যে ছিল ৮ সেঞ্চুরি ও ৫টি হাফসেঞ্চুরি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আইসিসির অফিশিয়াল পেজে কোহলি এক ভিডিও বার্তায় বলেন, ‘এক সঙ্গে ওয়ানডের সেরা খেলোয়াড় এবং স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জেতার মানে অনেক কিছু। ২০১২ সালে ওডিআইতে সেরা হয়েছিলাম। কিন্তু এই প্রথমবার সোবার্স ট্রফি জিতলাম। এটা আমার জন্য অনেক সম্মানের।’ এ ছাড়া পাকিস্তানের হাসান আলী ‘ইমার্জিং ক্রিকেটার অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন। আফগানিস্তানের স্পিনার রশিদ খান পেয়েছেন ‘এ্যাসোসিয়েট ক্রিকেটার অব দ্য ইয়ার’ পুরস্কার। ওদিকে গত বছরই ডিসেম্বরে ঘোষিত নিউজিল্যান্ডের এ্যামি স্যাটার্থওয়েট ও ভারতের হারমানপ্রিত কৌরকে টপকে ২০১৭ আইসিসিসির (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) বর্ষসেরা নারী ক্রিকেটার নির্বাচিত হন অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার এলিস পেরি। সর্বোপরি বর্ষসেরার পুরস্কার না জিতলেও বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন স্যাটার্থওয়েট। আর পেরির সতীর্থ বেথ মুনির মুকুটে উঠেছে সেরা টি২০ ক্রিকেটারের স্মারক, সেরা উদীয়মান ক্রিকেটারও হয়েছেন তিনিই। পুরস্কারের জন্য বিবেচিত সময় ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর থেকে ২০১৭Ñএর ২১ ডিসেম্বরের মধ্যে ওয়ানডেতে ১৯ ম্যাচে ৯০৫ রান করেন পেরি। মিডিয়াম পেস বোলিংয়ে নেন ২২ উইকেট। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার গত নবেম্বরে নর্থ সিডনি ওভালে এ্যাশেজের দিবারাত্রির টেস্টে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরিকে ডাবলে রূপান্তর করেন, খেলেন অপরাজিত ২১৩ রানের দুর্দান্ত ইনিংস। যেটি অস্ট্রেলিয়ার মেয়েদের সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট ইনিংসের রেকর্ড। ‘বর্ষসেরার পুরস্কার জেতাটা আনন্দের ও সম্মানের। এই খেলাটার জন্য র‌্যাচেলের অবিশ্বাস্য অবদানের জন্য কৃতজ্ঞতা স্বীকার করছি আমি।’ উল্লেখ্য, এবার থেকে আইসিসি বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কারটি র‌্যাচেল হেহো ফ্লিন্টের নামে করা হয়েছে। গত বছরই না ফেরার দেশে পাড়ি জমানো ইংল্যান্ডের প্রাক্তন এই ক্রিকেটারকে সম্মানিত করতে এমন সিদ্ধান্ত নেয় আইসিসি। বর্ষসেরা নারী ওয়ানডে ও টি২০ দলও ঘোষণা করা হয়। ভারতের বাঁহাতি স্পিনার একতা বিশত একমাত্র ক্রিকেটার যিনি দুই দলেই আছেন। ইংল্যান্ডের হেথার নাইট ওয়ানডে দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন। আর টি-টোয়েন্টির দায়িত্বে উইন্ডজ তারকা স্টেফানি টেইলর। এক নজরে বর্ষসেরা- স্যার গারফিল্ড সোবার্স ট্রফি (বর্ষসেরা ক্রিকেটার) ॥ বিরাট কোহলি (ভারত) বর্ষসেরা টেস্ট ক্রিকেটার ॥ স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া) বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার ॥ বিরাট কোহলি (ভারত) বর্ষসেরা টি২০ পারফর্মেন্স ॥ যুবেন্দ্র চাহাল (ভারত) বর্ষসেরা নারী ক্রিকেটার : এলিস পেরি (অস্ট্রেলিয়া) বর্ষসেরা নারী ওয়ানডে ক্রিকেটার : এ্যামি স্যাটার্থওয়েট (নিউজিল্যান্ড) বর্ষসেরা নারী টি২০ ও উদীয়মান ক্রিকেটার : বেথ মুনি (অস্ট্রেলিয়া)
×