ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে যুবদল নেতা হত্যা ॥ ৪ কর্মকর্তাসহ ৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৬:০৭, ২৪ জানুয়ারি ২০১৮

হবিগঞ্জে যুবদল নেতা হত্যা ॥ ৪ কর্মকর্তাসহ ৭ পুলিশ সদস্যের  বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২৩ জানুয়ারি ॥ শ্লীলতাহানীর মামলা করায় হবিগঞ্জের সাবেক পৌর কাউন্সিলর ও যুবদল নেতা ইউনুছ আলীকে গুলি করে হত্যার অভিযোগ এনে জেলার আদালতে ৪ কর্মকর্তাসহ ৭ পুলিশ সদস্য এবং অজ্ঞাতনামা আরও ৫/৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিরাপত্তা হেফাজতে মৃত্যু ও নিবারণ আইনে মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে এই মামলা দায়ের করেন নিহতের স্ত্রী কাজী শাহেনা আক্তার। মামলাটি আমলে নিয়ে বাদীর জবানবন্দী রেকর্ড করেছে আদালত। মামলার আসামি পুলিশ কর্মকর্তা ও সদস্যরা হলোÑ জেলার চুনারুঘাট থানার এসআই আতাউর রহমান, এসআই ওমর ফারুক, এসআই দেলোয়ার হোসেন, এএসআই সাজিদ মিয়া, কনেস্টবল মনীন্দ্র চাকমা, কনস্টেবল আব্দুল হামিদ ও চালক কনস্টেবল নূরুজ্জামান। মামলার সংক্ষিপ্ত বিবরণে বাদী উল্লেখ করেন, তার স্বামী চুনারুঘাট পৌরসভার সাবেক কাউন্সিলর ও যুবদল নেতা ইউনুছ আলীর বিরুদ্ধে মামলা থাকায় গেল ২০১৭ সালের ১ আগস্ট রাতে তাদের বাড়িতে যায় পুলিশ। এ সময় পুলিশ তল্লাশির নামে ইউনুছের স্ত্রী শাহেনা আক্তারের শ্লীলতাহানী করে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে শাহেনা আদালতে একটি মামলা করেন।
×