ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নৌ নিরাপত্তায় নয় দফা সুপারিশ নৌ সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির

প্রকাশিত: ০৬:০৭, ২৪ জানুয়ারি ২০১৮

নৌ নিরাপত্তায় নয় দফা সুপারিশ নৌ সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির

স্টাফ রিপোর্টার ॥ চলাচলের অযোগ্য ঘোষিত জাহাজ ‘এলসিটি কাজল’কে ব্যক্তিনামে নিবন্ধন, ফিটনেস, বে-ক্রসিংয়ের (সমুদ্রউপকূল অতিক্রম) অনুমতি ও ভয়েস ডিক্লারেশন প্রদানের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। পাশাপাশি নৌ-সেক্টরের উন্নয়নে নয় দফা সুপারিশমালাও তুলে ধরা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনের কমরেড মণি সিংহ সড়কের মুক্তি ভবনে ‘নৌ-নিরাপত্তা নিশ্চিতকরণসহ নৌ পরিবহন ব্যবস্থার উন্নয়নে কতিপয় সুপারিশ উত্থাপন’ অনুষ্ঠানে সংগঠনটির নেতারা এই দাবি জানান। জাতীয় কমিটির সভাপতি হাজী মোহাম্মদ শহীদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে লিখিত বক্তব্যসহ সুপারিশমালা তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক আশীষ কুমার দে। এ সময় অন্যান্যের মধ্যে জাতীয় কমিটির উপদেষ্টা ও বিআইডব্লিউটিএ’র সাবেক পরিচালক এমদাদুল হক বাদশা, কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি সঞ্জীব বিশ্বাস, অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সাবেক ভাইস-চেয়ারম্যান সাহাবুদ্দিন মিলন, জাতীয় কমিটির অর্থ সম্পাদক পূষ্পেন রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক জসি সিকদার, জাতীয় পরিষদ সদস্য লিয়াকত আলী, আব্দুস সাত্তার ও আখতার হোসেন বক্তব্য রাখেন। আলোচকরা বলেন, গত ১৫ জানুয়ারি বিকেলে দুটি ইঞ্জিন বিকল হওয়ায় ২৫০ জন পর্যটকবাহী এলসিটি কাজল দীর্ঘ চার ঘণ্টা বঙ্গোপসাগরে ভেসে বেড়ায়। অন্য একটি জাহাজ ঘটনাস্থল থেকে যাত্রীদের উদ্ধার করে।
×