ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মোরেলগঞ্জে ক্ষুধার্ত বাঘ লোকালয়ে, পিটিয়ে হত্যা করল গ্রামবাসী

প্রকাশিত: ০৬:০৬, ২৪ জানুয়ারি ২০১৮

মোরেলগঞ্জে ক্ষুধার্ত বাঘ লোকালয়ে, পিটিয়ে হত্যা করল গ্রামবাসী

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জে গুলিশাখালী এলাকায় সাড়ে ৬ ফুট দীর্ঘ একটি মাদী বাঘ পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। মঙ্গলবার ভোরে সুন্দরবন থেকে প্রায় ৪ কি.মি. বাইরে লোকালয়ে গুলিশাখালী গ্রামে ক্ষুধার্ত রয়েল বেঙ্গল টাইগারটি হানা দিলে আতঙ্কিত একালাবাসী পিটিয়ে হত্যা করে। এর আগে বাঘের আক্রমণে পাঁচজন আহত হন। আহতরা হলেন- ছাব্বির সরদার (২২), আলামীন গাজী (২৫), ছরোয়ার হোসেন ওরফে মাসুম দলাল (৩০), হাইয়ুম দলাল (২৫) ও ভিটিআরটি সদস্য মজিবর সরদার। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মাসুম দলাল ও হাইয়ুমকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধানসাগর বন বিভাগের কর্মকর্তা শেখ খায়রুল ইসলাম জানান, ভিটিআরটি’র কর্মী বারেক হাওলাদার, মামুন, নাছির, আমজাদ ও রুম্মান মৃত বাঘটিকে উদ্ধার করে নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদে নিয়ে যান। পরে বাঘটিকে জিউধরা ফরেস্ট ক্যাম্পে নিয়ে আসা হয়। বাঘটি সাড়ে ৬ ফুট লম্বা। মঙ্গলবার ভোরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের গুলিশাখালী এলাকায় একটি ক্ষুধার্ত বাঘটি লোকালয়ে ঢুকে পড়ে। বাঘটি এলাকাবাসীর ওপর হামলা করে। এ সময় আতঙ্কিত গ্রামবাসীর ডাক-চিৎকারে লাঠিসোঁটা নিয়ে বাঘটিকে ঘিরে ফেলে। পরে গ্রামবাসীর পিটুনিতে বাঘটি মারা যায়। নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু জানান, সকাল সাতটার দিকে টুকু দলাল ছেলে মাসুমকে নিয়ে জমির ধান কাটতে যান। ধানক্ষেতে লুকিয়ে থাকা একটি রয়েল বেঙ্গল টাইগার মাসুমের উপর আক্রমণ করে। টুকু দলালের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে বাঘের মুখ থেকে মাসুমকে উদ্ধার করে। এ সময় বাঘের আক্রমণে আরও কয়েকজন আহত হন। ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) বাঘটির মরদেহ উদ্ধারকারী সদস্য বারেক হাওলাদার বলেন, ভোররাতে ক্ষুধার্ত এই বাঘিনী খাবারের সন্ধানে লোকালেয়ে ঢুকে কয়েকজনকে আক্রমণ করে। এতে গুলিশাখালী গ্রামের ছাব্বির সরদার (২২), আলামীন গাজী (২৫), ছরোয়ার হোসেন ওরফে মাসুম দলাল (৩০), হাইয়ুম দলাল (২৫) ও ভিটিআরটি সদস্য মজিবর সরদার আহত হন। এদের মধ্যে গুরুতর জখমী মাসুম দলাল ও হাইয়ুমকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, খুলনা থেকে আসা চিকিৎসক দল জিউধরা ফরেস্ট ক্যাম্পে নিহত বাঘটির ময়নাতদন্ত সম্পন্ন করেছেন। এ ঘটনায় পূর্বসুন্দরবনের সহকারী বনকর্মকর্তা মেহেদীজ্জামানকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্য দিবসের মধ্যে এ কমিটিকে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেয়া হয়েছে। প্রায় সাড়ে ছয় ফিট লম্বা রয়েল বেঙ্গল টাইগার শাবকটির বয়স দুই বছর চার মাস বলে তিনি উল্লেখ করেন।
×