ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিএনপির সঙ্গে জাপা কখনই জোট করবে না ॥ এরশাদ

প্রকাশিত: ০৬:০৪, ২৪ জানুয়ারি ২০১৮

বিএনপির সঙ্গে জাপা কখনই জোট করবে না ॥ এরশাদ

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২৩ জানুয়ারি ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামী জাতীয় নির্বাচন জোটভিত্তিক হলেও বিএনপির সঙ্গে জাতীয় পাটি কখনই জোট করবে না। প্রয়োজনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচনে অংশ নেবেন। বিএনপি নির্বাচনে না এলেও দেশ ও বিশ্বের কাছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে। তিনি মঙ্গলবার দুপুরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। এরশাদ বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। জাপার ৯ বছরে দেশের মানুষ শান্তিতে ছিল। সে সময় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ছিল মানুষের নাগালের মধ্যে। আমার আমলে দেশের মানুষ খেয়ে-পরে স্বাচ্ছন্দ্যে ছিল। নিরাপদে ছিল। তাই দেশের মানুষ আবার জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। তিনি বলেন, আমাদের অবস্থান এখন অনেক ভাল। আগামী জাতীয় নির্বাচনে আমরা ৩ শ’ আসনে প্রাথী দেব। আমাদের ভুলের কারণে রংপুর অঞ্চলের বেশকিছু আসন হারিয়েছি। এবার আর সে ভুল আমরা করব না। রংপুর সদর আসনে প্রার্থী হওয়ার ইচ্ছা ব্যক্ত করে এরশাদ বলেন, বর্তমান পদ্ধতিতে আমি রাষ্ট্রপতি হতে চাই না। আমি রাষ্ট্রপতি হলে সাধারণ মানুষের কাছে যেতে পারব না। অপর এক প্রশ্নের জবাবে এরশাদ বলেন, আমরা কার সঙ্গে জোট করব তা এখনও ঠিক করিনি। সময় এলেই সিদ্ধান্ত নিব। বিএনপির দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে মির্জা ফখরুলের হুঁশিয়ারির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এরশাদ বলেন, অপরাধ করলে তার বিচার হবে।
×