ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তিতর্ক অব্যাহত

প্রকাশিত: ০৬:০৪, ২৪ জানুয়ারি ২০১৮

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তিতর্ক অব্যাহত

স্টাফ রিপোর্টার ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের পক্ষে যুক্তিতর্ক অব্যাহত রয়েছে। যুক্তিতর্কের জন্য আজ বুধবারও দিন নির্ধারণ করা হয়েছে। বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ আদেশ প্রদান করেছেন। মঙ্গলবার বেলা ১১টা ৩৮ মিনিটে আদালতে উপস্থিত হন খালেদা জিয়া। এ সময় আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জিয়া উদ্দিন জিয়ার মাধ্যমে তিনি দুই মামলায় হাজিরা দেন। এরপর দুপুর ২টায় চতুর্থ দিনের মতো যুক্তি উপস্থাপন শুরু করেন আইনজীবী আহসান উল্লাহ। পরে বিকেল ৩টা ১০ মিনিটে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন খালেদা জিয়া। উল্লেখ্য ঢাকা আইনজীবী সমিতি গত এক বছরে যে সমস্ত আইনজীবী মারা গেছেন তাদের স্মরণ সভার জন্য মঙ্গলবার ঢাকার বিচারিক আদালত দুইটার পরে বসে। সে কারণে দুপুর দুইটার এ মামলার শুনানি শুরু হয়। ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে আদালতে হাজিরা থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে রেহাই দিয়েছেন বিচারক। তারপরও বিএনপি নেত্রী আদালতে যাবেন বলে জানিয়েছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। তিনি জনকণ্ঠকে বলেন, জামিন পেলেও বিএনপি নেত্রী বুধবার আদালতে যাবেন। কারণ জানতে চাইলে সানাউল্লাহ মিয়া বলেন, ‘আমরা বুধবার আদালত মুলতবি চেয়েছিলাম। কিন্তু সেটা না করায় বেগম খালেদা জিয়া আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’ এর আগে ১৮ জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের পক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী আহসান উল্লাহ। তার পক্ষে যুক্তি শেষ না হওয়ায় পরবর্তী যুক্তি উপস্থাপনের জন্য আগামী ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। শরফুদ্দিনের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু হয় ১৬ জানুয়ারি। এরপর যুক্তি শেষ না হওয়ায় ১৭ ও ১৮ যুক্তি উপস্থাপন করেন তার আইনজীবী। এর আগে ১৯ ডিসেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তি উপস্থাপন শুরু হয়।
×