ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফেসবুকের সহায়তায় রক্তদান

প্রকাশিত: ০৬:০২, ২৪ জানুয়ারি ২০১৮

ফেসবুকের সহায়তায় রক্তদান

রক্তদান প্রক্রিয়া সহজ করতে নতুন ফিচার চালু করেছে ফেসবুক। নতুন এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ফেসবুকে রক্তদাতা হিসেবে সাইন আপ করতে পারবেন। প্রয়োজনের সময় সাধারণ মানুষকে সাহায্য করবে এই ফিচার। এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি দাবি করেছে- প্রয়োজনের সময় রক্ত নিয়ে অনিশ্চয়তা দূর করতে এবার সাহায্য করবে ফেসবুক। রক্তদাতা, সাধারণ মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে একত্রে একই প্লাটফর্মের আওতায় আনতে নতুন এই ফিচার এনেছে প্রতিষ্ঠানটি। ফেসবুক জানিয়েছে, ফিচারটি তৈরি করার সময় বিভিন্ন এনজিও, স্বাস্থ্য বিশেষজ্ঞ, রক্তদাতা এবং ফেসবুকের মাধ্যমে রক্তদাতার সন্ধান করেছেন এমন ব্যক্তিদের পরামর্শ নিয়ে কাজ করা হয়েছে যেন ফিচারটি সাধারণ মানুষের উপকারে আসতে পারে। একই ধরনের একটি ফিচার কিছুদিন আগে ভারতেও চালু করা হয়েছে। ইতোমধ্যে সেখানে ৬০ লাখেরও বেশি মানুষ ফেসবুকের রক্তদাতা ফিচারের সঙ্গে যুক্ত হয়েছেন। সাইন-আপ করতে গ্রাহকের ফেসবুক প্রোফাইলটি এডিট করে নিতে হবে বা ভিজিট করতে হবে ফেসবুক ডটকম/ ডোনেটব্লাড (ভধপবনড়ড়শ.পড়স/ ফড়হধঃবনষড়ড়ফ) লিংকে। রক্তদাতাদের অংশগ্রহণে আগ্রহী করতে তাদের নিউজ ফিডে একটি বার্তা দেখানো হবে। ‘অনলি মি’ অপশনটি বাছাই করে গ্রাহক তার সব তথ্য গোপন রাখতে পারবেন। আবার চাইলে রক্তদানের পরিসংখ্যান সবার সঙ্গে শেয়ারও করতে পারবেন। এ্যান্ড্রয়েড, আইওএস এবং পিসি ব্যবহারকারীরা এই ফিচারটি উপভোগ করতে পারবেন। সাধারণ মানুষ ও প্রতিষ্ঠানগুলোকে রক্তদাতাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়া এবং পরবর্তী কয়েক সপ্তাহ সাধারণ মানুষ, ব্লাড ব্যাংক ও হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে আরও সহজে ফেসবুকের রক্তদাতাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়ার চেষ্টা করা হবে। যখন কোন ব্যক্তি রক্তের সন্ধান করবেন তখন তিনি ফেসবুকে বিশেষ পোস্ট তৈরি করে সবার সঙ্গে শেয়ার করতে পারবেন। স্বয়ংক্রিয়ভাবে ফেসবুক থেকে একটি নোটিফিকেশন কাছাকাছি থাকা রক্তদাতার কাছে পৌঁছে যাবে। রক্তদাতা পোস্টটি দেখার পর যদি রক্তদানে আগ্রহী থাকেন তাহলে তিনি সরাসরি অনুরোধকারীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যতক্ষণ পর্যন্ত রক্তদাতা স্বেচ্ছায় তার সম্পর্কিত তথ্য অনুরোধকারীর সঙ্গে শেয়ার না করবেন ততক্ষণ পর্যন্ত অনুরোধকারী রক্তদাতার সম্পর্কে কোন তথ্য জানতে পারবেন না। বিভিন্ন প্রতিষ্ঠান যখন কোন ব্লাড ক্যাম্প ইভেন্ট করবে তখন তারা ফেসবুকে ইভেন্ট সম্পর্কে পোস্ট তৈরি করতে পারবেন এবং একটি নোটিফিকেশনের মাধ্যমে কাছাকাছি থাকা রক্তদাতাদের ইভেন্ট সম্পর্কে অবগত করতে পারবেন। ইভেন্ট সম্পর্কে জানার পর রক্তদাতা সেখানে যেতে ইচ্ছুক কি না সেই অপশনটি বাছাই করতে পারবেন বলে জানানো হয়েছে। -ওয়েবসাইট
×