ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জলবায়ু পরিবর্তনে দেশের কৃষি ব্যবস্থা চ্যালেঞ্জের মুখে ॥ মতিয়া

প্রকাশিত: ০৫:৫৯, ২৪ জানুয়ারি ২০১৮

জলবায়ু পরিবর্তনে দেশের কৃষি ব্যবস্থা চ্যালেঞ্জের মুখে ॥ মতিয়া

সংসদ রিপোর্টার ॥ কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ পরিস্থিতির কারণে দেশের কৃষি ব্যবস্থা কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন। তবে খরা, লবণাক্ততা, জলমগ্নতা বা এ ধরনের প্রতিকূল পরিবেশ সহনীয় জাত উদ্ভাবনের জন্য গবেষকগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ লক্ষে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট ইতোমধ্যে বিভিন্ন ফসলের প্রতিকূল পরিবেশসহনীয় কয়েকটি জাত উদ্ভাবন করেছে। মঙ্গলবার জাতীয় সংসদে চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম আবদুল লতিফের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। চাপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাসের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী জানান, বর্তমান সরকার দেশের কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ আধুনিক চাষাবাদ করার লক্ষে নানামুখী সহায়তা প্রদান করা হচ্ছে। যেমন কৃষি উন্নয়ন কর্পোরেশনের মাধ্যমে বিভিন্ন ফসলের উচ্চ ফলনশীল জাতের মানসম্পন্ন বীজ উৎপাদন করে ন্যায্যমূল্যে কৃষক পর্যায়ে সরবরাহ নিশ্চিত করা হয়েছে। জলবায়ুর ৫শ’ কোটি টাকা ফেরত দিচ্ছে না ফারমার্স ব্যাংক- সংসদে মন্ত্রী ॥ পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, দ্য ফার্মাস ব্যাংকের বিভিন্ন শাখায় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের ৫শ’ ৮ কোটি ১৩ লাখ ২৯ হাজার কোটি টাকা সর্বোচ্চ সুদের হার প্রদান করায় ১ বছর মেয়াদে স্থায়ী আমানত হিসেবে জমা রাখা হয়। তার মধ্যে ৪শ’ ৫৫ কোটি ৩২ লাখ ৭৬ হাজার কোটি টাকা মেয়াদোর্ত্তীণ হয়েছে। যা নগদায়নের জন্য চিঠি পাঠানো হয়েছে এবং কয়েকবার চাহিদাপত্র ও ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ জানায় ব্যাংকের তারল্য সঙ্কটের কারণে এফডিআরসমূহ নগদায়ন করা যাচ্ছে না। মঙ্গলবার জাতীয় সংসদের সেলিম উদ্দিনের (সিলেট-৫) আসনের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দ্য ফার্মাস ব্যাংকের বিভিন্ন শাখায় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের ৫শ’ ৮ কোটি ১৩ লাখ ২৯ হাজার কোটি টাকা রাখার বিষয় এবং এফডিআরসমূহ নগদায়নের করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গবর্নর, বাংলাদেশ ব্যাংক ও সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় হতে চিঠি দেয়া হয়েছে। এফডিআরসমূহ নগদায়ন করার জন্য বাংলাদেশ ব্যাংক এবং ফরমার্স ব্যাংক কর্তৃপক্ষে সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে ২ হাজার ৮৮৩ হাজার কোটি টাকার প্রকল্প ॥ এ কে এম মাঈদুল ইসলামের (কুড়িগ্রাম-৩) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ২০০৯-১০ অর্থবছর হতে ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত ২ হাজার ৮৮৩ হাজার কোটি টাকার ৬০ লাখ ৭২ হাজার কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ৫৬০ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে সরকারী প্রকল্প ৪৯৭টি আর বেসরকারী প্রকল্প ৬৩টি। মন্ত্রী বলেন, গৃহীত প্রকাল্পের মধ্যে ২২৭টির (সরকারী ১৭০টি, বেসরকারী-৫৭টি) কাজ শেষ হয়েছে। তিনি বলেন, চলতি অর্থবছরে ৩৭ কোটি ৩ লাখ ২ হাজার ৩০০ লাখ টাকা বরাদ্দে মোট ২৮টি প্রকল্পের মাধ্যমে জলবাবায়ু পরিবর্তন ও বিরূপ প্রভাব মোকাবেলায় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
×