ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপি নানা রূপরেখা দিলেও সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই ॥ হাছান মাহমুদ

প্রকাশিত: ০৫:৫০, ২৪ জানুয়ারি ২০১৮

বিএনপি নানা রূপরেখা দিলেও সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই ॥ হাছান মাহমুদ

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি নানা রকমের নির্বাচনকালীন সরকারের রূপরেখা দিলেও সংবিধানের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। সংসদীয় সরকারের রীতি অনুযায়ী নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন পরিচালনা করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে স্বাধীনতা পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, বিএনপি গত জাতীয় সংসদ নির্বাচন বানচালে ব্যর্থ হয়ে দন্তহীন বিষধর সাপে পরিণতি হয়েছে। নির্বাচন বানচাল করতে গিয়ে তাদের বিষদাঁত ভেঙ্গে গেছে। ৫ জানুয়ারি বিএনপির গণতন্ত্র হত্যা দিবস পালন না করে তাদের আত্মহত্যা দিবস পালন করা উচিত। আগামী নির্বাচন বানচাল করতে চাইলে তাদের আত্মহনন পুরোপুরি সম্পন্ন হবে উল্লেখ করেন। বলেন, বিএনপির নেতারাই শুধু কারাগারে নেই। আওয়ামী লীগের নেতারাও জেলে রয়েছে। আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্যও রয়েছেন। নির্বাচন বানচালের নামে যারা দেশের নিরীহ মানুষকে হত্যা করেছে এবং সরকার পতনের আন্দোলনের নামে যারা পেট্রোলবোমা মেরে মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে তাদের বিচার হবে না, তা হতে পারে না। যারা অপরাধ করেছে তাদের বিচার হবেই। এ বিষয়ে কেউ কোন ধরনের ছাড় পাবে না। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্যও এ বিচার করার কোন বিকল্প নেই। বিএনপি এখনও জšে§র গ্লানি থেকে বের হয়ে আসতে পারে নি। আর তাই তারা সুযোগ পেলেই সাম্প্রদায়িক শক্তির সহায়তায় সন্ত্রাসের পথ বেছে নেয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহদাত হোসেন টয়েল প্রমুখ।
×