ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আচমকা হামলা অতঃপর...

প্রকাশিত: ০৫:৪৯, ২৪ জানুয়ারি ২০১৮

আচমকা হামলা অতঃপর...

বড় বড়শি দিয়ে মাছ ধরতে ব্যস্ত এক ব্যক্তি। বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে তা দেখছেন অনেকে। কেউ কেউ সেখানে ছবিও তুলছেন। কিছু ক্ষণের মধ্যে টান পড়ল বড়শিতে। বেশ বড়সড় একটা মাছ গেঁথেছে। উপস্থিত সকলেই আনন্দে চেঁচিয়ে ওঠেন। কিন্তু আনন্দের হট্টগোল মুহূর্তের মধ্যেই আতঙ্কের আর্তনাদে পাল্টে গেল। কারণ বড়শিটিতে আটকে থাকা আড়াই ফুটের মাছের দিকে তখন রীতিমতো ধেয়ে এসেছে প্রায় ১৩ ফুট লম্বা একটা কুমির! বড়শি হাতে ধরা ওই ব্যক্তির সঙ্গে কুমিরের দূরত্ব দ্রুত কমছে। আচমকা এমন দৃশ্য চোখের সামনে দেখে প্রথমটায় রীতিমতো ঘাবড়ে যান তিনি। পরে হতভম্ব ভাবটা যখন কাটল ততক্ষণে কুমিরটা তার থেকে আর মাত্র ফুট দশেক দূরে। তার দিকে ধেয়ে আসছে! অতঃপর, বড়শি থেকে মাছ নিয়ে ফের নদীতে ঝাঁপ দিল কুমিরটি। রবিবার এমনই একটি ভিডিও ‘বঙ্কার্স এ্যাডভেঞ্চার’-এর ফেসবুক পেজে পোস্ট করা হয়। জানা গেছে, অস্ট্রেলিয়ার কেহিল্ক্রসিং-এ ইস্ট এ্যালিগেটর নদীতে ঘটনাটি ঘটেছে। ভিডিওটি ফেসবুকে পোস্টের পর ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই সেটি দেখে ফেলেন প্রায় ৭৫ হাজার মানুষ। সংখ্যাটা এখনও লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে।
×