ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বেপজা ইন্টারন্যাশনাল ইনভেস্টরস্ সামিট আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪৯, ২৪ জানুয়ারি ২০১৮

বেপজা ইন্টারন্যাশনাল  ইনভেস্টরস্ সামিট আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এর উদ্যোগে বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বেপজা ইন্টারন্যাশনাল ইনভেস্টরস্ সামিট ২০১৮’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুষ্ঠান উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে বিগত ৯ বছরে দেশের অর্থনৈতিক বুনিয়াদ গঠনে বেপজা যে অবদান ও যে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে তা বশ্ববাসীকে অবহিত করার জন্য এবং ভবিষ্যতেও যেন তা বজায় থাকে তা এ সামিটের মাধ্যমে তুলে ধরা হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বেপজা অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করবেন। একইসঙ্গে তিনি ইপিজেডের পণ্য প্রদর্শনীর স্টল পরিদর্শন করবেন। বিনিয়োগের নতুন ক্ষেত্র বেপজা অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য বেপজা ও বেজার মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রেক্ষিতে ‘বেপজা ইন্টারন্যাশনাল ইনভেস্টরস্ সামিট ২০১৮’ প্রধানমন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলের ফলক উন্মোচন করবেন। অর্থনৈতিক অঞ্চলের গর্বিত অংশীদার হিসেবে বেপজা ১১৫০ একর এলাকা নিয়ে চট্টগ্রাম জেলার মিরসরাই-এ বেপজা অর্থনৈতিক অঞ্চল স্থাপন করতে যাচ্ছে। সামিটের দ্বিতীয় পর্বে প্লেনারি সেশনে অনুষ্ঠিত হবে। তৃতীয় পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠানে ইপিজেডে কর্মরত নারী ও পুরুষ শ্রমিকদের নিয়ে ফ্যাশন শো আয়োজন করা হচ্ছে। এ প্রথমবারের মতো ইপিজেডের শ্রমিকদের নিয়ে এ ধরনের ফ্যাশন শো আয়োজিত হচ্ছে। -বিজ্ঞপ্তি।
×