ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১৯, ২৪ জানুয়ারি ২০১৮

টুকরো খবর

প্রতিমা ভাংচুর ॥ আটক ২ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের সাহসপুর গ্রামে পূজা মণ্ডপের বিদ্যার দেবী সরস্বতীর প্রতিমা ভাংচুর করেছে দুই যুবক। সোমবার রাতে সাহসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠের পূজা মণ্ডপে এই প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে। প্রতিমা ভাংচুরের অভিযোগে এলাকাবাসী দুই যুবককে ধরে পুলিশে সোপর্দ করেছে। রাতে বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আটককৃতরা হলো, সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কোড়ামারা গ্রামের ছোট শেখ ও একই গ্রামের ওমর শেখ। ওসি মাহাতাব উদ্দিন বলেন, রাতে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সরস্বতী পূজা উপলক্ষে সাহসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ অস্থায়ী ম-প তৈরি করে সোমবার পূজার আয়োজন করে। সেখানে এই দুই যুবক রাতে ফাঁকা ম-পে গিয়ে সরস্বতী দেবীর প্রতিমা ভাংচুর করে তার মাথাটি নিয়ে যায়। মাথাটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নরেন্দ্রনাথ গাইন বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। ইয়াবাসহ এএসআই আটক নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২৩ জানুয়ারি ॥ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে সরকারী খাদ্য বিভাগের সহকারী উপ-খাদ্য পরিদর্শক (এএসআই) বাচ্চু মিয়া ও তার সহযোগী নাঈম বক্সকে ২০ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। শহরের লাঙলজোড়া এলাকায় সোমবার রাত সাড়ে আটটার দিকে তাদের গ্রেফতার করা হয়। জানা গেছে, গ্রেফতার বাচ্চু মিয়া মেলান্দহ উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ের সহকারী উপ-খাদ্য পরিদর্শক। তিনি পার্শ্ববর্তী শেরপুর জেলার সদর উপজেলার ঘুঘুরাকান্দি গ্রামের বাহাদুর আলীর ছেলে। তার সহযোগী নাইম বক্স জামালপুর পৌরসভার লাঙলজোড়া গ্রামের আলাউদ্দিন বক্সের ছেলে। ইজিবাইক ছিনতাই সিন্ডিকেট প্রধান আটক স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ফকিরহাটে দারোগা পরিচয়ে ইজিবাইক ছিনতাই করার সময় ছিনতাইকারী সিন্ডিকেটের প্রধানকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। সোমবার রাতে উপজেলার পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ইজিবাইক চালক পিলজংগ সরদার পাড়া গ্রামের ইয়াদুল সরদার জানান, নড়াইল জেলার কালিয়া থানার চালতেতলা গ্রামের ইমদাদুল, খুলনা জেলার দিঘলিয়া থানার কোলা বাজার এলাকার মামুন ও একই এলাকার শাহীন নিজেদেরকে রূপসা থানার এসআই পরিচয় দিয়ে তার ইজিবাইকটি ভাড়া করে। তাকে ফকিরহাটসহ বিভিন্ন স্থানে নিয়ে যায়। পরে টাউন নওয়াপাড়া ফাঁকা স্থানে এসে বড় কর্তার সঙ্গে কথা আছে বলে তাকে একটু দূরে পাঠিয়ে দিয়ে গাড়িটি নিয়ে চলে যেতে লাগলে চালকের চিৎকারে জনগণ এসে হাতে নাতে কথিত দারোগা ইমদাদুলকে ধরে গণধোলাই দেয়। এ সময় অপর একটি মোটরসাইকেল যোগে শাহীন ও মামুন পালিয়ে যায়। চাঁদাবাজির অভিযোগ ॥ ২ পুলিশ বরখাস্ত নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৩ জানুয়ারি ॥ সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের ঘটনায় আশুলিয়া থানায় কর্মরত পুলিশের ২ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় রাসেল নামে এক সোর্সকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে আশুলিয়া থানাধীন জিরানী বাজার এলাকায় চাঁদাবাজির সময় তাদের আটক করা হয়। বরখাস্তকৃতরা হলোÑ এএসআই নান্টু কৃষ্ণ মজুমদার ও মোঃ রওশন আলী। জানা গেছে, এদিন সকালে জিরানী বাজার এলাকায় সাধারণ মানুষকে ভয়-ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের সময় ওই তিনজনকে আটক করে স্থানীয় লোকজন। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে। পরে চাঁদাবাজির বিষয়টি প্রমাণিত হলে ২ এএসআইকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে ক্লোজড করা হয়। কোচিং ও গাইড বই নিষিদ্ধের দাবি নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৩ জানুয়ারি ॥ শিক্ষার নামে কোচিং সেন্টার, গাইড বই ও নোট বইয়ের ব্যবসা বন্ধের দাবিতে মঙ্গলবার জেলা সদরে বিক্ষোভ মানববন্ধন ও সমাবেশ হয়েছে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) যৌথ উদ্যোগে শহরের পুরাতন কালেক্টরেটের সামনে এ কর্মসূচী পালিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেগম রোকেয়া, সাধারণ সম্পাদক আলী আমজাদ খান, মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম, আইয়ুব আলী, সিংহেরবাংলা ইউপির চেয়ারম্যান আব্দুর রহিম, অধ্যক্ষ গোলাম মোস্তফা, উদীচীর কেন্দ্রীয় সদস্য মোস্তাফিজুর রহমান, নাট্যকার আহমেদ সিদ্দিকী, নিগার সুলতানা, সুুমাইয়া আক্তার, আরিফা আক্তার, আলমগীর হোসেন, উম্মে হাবিবা জাহান প্রমুখ। বক্তারা কোচিং, গাইড বই ও নোট বইয়ের ব্যবসা সম্পূর্ণ নিষিদ্ধ করার জোর দাবি জানান। দুই বখাটের দণ্ড নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ২৩ জানুয়ারি ॥ কচুয়ায় এসএসসি পরিক্ষার্থীকে উত্ত্যক্তের ঘটনায় ইমান হোসেন মহসিন (১৫) নামে ওই বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রকে তিন মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে উপজেলার নুরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীকে শ্রেণী কক্ষে জোরপূর্বক প্রবেশ করে একই বিদ্যালয়ের ছাত্র ইমাম হোসেন মহসিন উত্ত্যক্ত করে। এ সময় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ইমরান হোসেন মহসিনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্তেরে অভিযোগে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে টঙ্গী শিশু সংশোধন কারাগারে প্রেরণ করেন। ফসলি জমিতে ইটভাঁটি করার প্রতিবাদ স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ঝিকরগাছা উপজেলার রাজাপুর গ্রামে তিন ফসলি জমিতে ইটভাঁটি নির্মাণের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজাপুর, বর্ণি, বেজিয়াতলা ও মোহিনীকাটি গ্রামের কৃষকসহ সর্বস্তরের মানুষ এ মানববন্ধন করে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেন। এ সময় তারা বলেন, চার গ্রামের মানুষ রাজাপুর মাঠে ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করেন। এছাড়া এখানে উৎপাদিত ফসল দেশের বিভিন্ন স্থানেও পাঠানো হয়। অথচ একটি কুচক্রী মহল কতিপয় জমি মালিকের বার্ষিক লিজের টাকা বেশি দিয়ে ওই মাঠে ইটভাঁটি করার চক্রান্ত করছে।
×