ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাল্যবিবাহ থেকে রক্ষা

প্রকাশিত: ০৪:১৮, ২৪ জানুয়ারি ২০১৮

বাল্যবিবাহ থেকে রক্ষা

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৩ জানুয়ারি ॥ জেলার কেন্দুয়া উপজেলায় স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে এক এসএসসি পরীক্ষার্থী কিশোরীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে। ওই কিশোরীর নাম শিপাা আক্তার (১৫)। সে এ বছর স্থানীয় বাঁশাটি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেবে। জানা গেছে, উপজেলার গড়াডোবা ইউনিয়নের বাঁশাটি গ্রামের মৌলকচানের স্কুল পড়ুয়া মেয়ে শিপা আক্তারের সঙ্গে সোমবার রাতে একই এলাকার এক যুবকের বিয়ের আয়োজন করে তার পরিবার। এ খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মুকতাদিরুল আহমেদ স্থানীয় ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান বাবলুকে বিয়ে বন্ধের নির্দেশ দেন। পরে চেয়ারম্যান মেয়েটির পরিবারের সঙ্গে কথা বলে বিয়ে বন্ধ করেন। কুলের বিচি আটকে ছাত্রের মৃত্যু স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গলায় কুলের বিচি আটকে রাসেল হাওলাদার (৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রাসেল জেলার গৌরনদী উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামের ব্যবসায়ী সিরাজুল হাওলাদারের পুত্র ও পূর্ব ডুমুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। জানা গেছে, মঙ্গলবার দুপুর একটার দিকে কুল খাওয়ার সময় অনবধানবশত রাসেলের গলায় একটি কুলের বিচি আটকে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে (রাসেল) মৃত বলে ঘোষণা করেন।
×