ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিলেট কারাগারে জেএমবি সদস্যের মৃত্যু

প্রকাশিত: ০৪:১৮, ২৪ জানুয়ারি ২০১৮

সিলেট কারাগারে জেএমবি সদস্যের মৃত্যু

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেট কেন্দ্রীয় কারাগারে আটক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবির এক সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম সাব্বির হোসেন দুলাল। জঙ্গী দুলাল ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মপুর গ্রামের মৃত আব্দুল হক শাহের ছেলে। মঙ্গলবার দুপুরে কারাগার থেকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানান, মঙ্গলবার বেলা পৌনে এক টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে দুলালকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান হয়। সেখানে তার মৃত্যু ঘটে। ২০০৬ সাল থেকে জেএমবি সদস্য দুলাল (৫০) কারাগারে বন্দী ছিল। সর্বশেষ গত বছরের ১৫ মার্চ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সিলেট কারাগারে দুলালকে স্থানান্তর করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে সিলেটে দু’টি ও ঢাকায় একটি মামলা বিচারাধীন রয়েছে। এআইইউবিতে নবীনবরণ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভাসিটি-বাংলাদেশ (এআইইউবি) এর স্প্রিং সেমিস্টার ২০১৭-১৮ এর স্নাতক ও স্নাতোকোত্তর প্রোগ্রামের ছাত্রছাত্রীদের ওবিয়েন্টেশন প্রোগ্রাম ২২ জানুয়ারি নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ভাইস চ্যান্সেলার ড. কারমেন জেড ল্যামাগনা ওরিয়েন্টেশন প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকবন্দকে এআইইউবির পাঠদান পদ্ধতি, কোর্স সমূহের গঠন, পরীক্ষা ও ফলাফল প্রকাশের পদ্ধতি ও বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন সম্পর্কে অবহিত করা হয়। অনুষ্ঠানের শেষাংশে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। -বিজ্ঞপ্তি
×