ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে ঢাবি ছাত্র হত্যায় আটক তিন

প্রকাশিত: ০৪:১৭, ২৪ জানুয়ারি ২০১৮

রূপগঞ্জে ঢাবি ছাত্র হত্যায় আটক তিন

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৩ জানুয়ারি ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা বিশ^বিদ্যালয় শিক্ষার্থী পারভেজ আহাম্মেদ জয়কে শ^াসরোধে হত্যার পর গুম করার উদ্দেশে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়া হয় বলে পরিবারের অভিযোগ। তবে সমিতির হিসাব নিয়ে দ্বন্দ্বকে কেন্দ্র করেই এ হত্যাকা- হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকা-ের ঘটনায় নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বড়ালু এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এর আগে, সোমবার দুপুরে বড়ালু এলাকার শীতলক্ষ্যা নদী থেকে পারভেজ আহাম্মেদ জয়ের লাশ উদ্ধার করা হয়। এদিকে ঢাকা বিশ^বিদ্যালয় শিক্ষার্থী পারভেজ আহাম্মেদ জয়ের হত্যাকারীদের খুঁজে বের করে ফাঁসির দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন এলাকাবাসী। পারভেজ আহাম্মেদ জয় বড়ালু এলাকার জয়নাল আবেদীনের ছেলে। এছাড়া তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। তিনি স্থানীয় মেঘনা সমবায় শ্রমজীবী সমিতিতে চাকরি করে আসছিলেন। আটককৃতরা হলেন, বড়ালু এলাকার মেঘনা সমবায় শ্রমজীবী সমিতির শারমিন আক্তার, সোহাগ মিয়া ও জাহাঙ্গীর আলম। মাগুরায় ৫ শ্রমিক হত্যা মামলার কার্যক্রম স্থগিত পেট্রোলবোমা হামলা নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৩ জানুয়ারি ॥ চাঞ্চল্যকর পেট্রোলবোমা হামলা মামলায় ৫ বালু শ্রমিক নিহতের ঘটনায় ২২ বিএনপি-জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলার কার্যক্রম স্থগিত করেছে উচ্চ আদালত। মঙ্গলবার মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেনের আদালতে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। আসামিপক্ষ উচ্চ আদালতে রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত করার আদেশের কপি দাখিল করেন। আসামিপক্ষের আইনজীবী রোকনুজ্জামান আদালতে বলেন, উচ্চ আদালত রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামালার কার্যক্রম স্থগিত করেছে। মামলার বিবরণে প্রকাশ, বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে গত ২০১৫ সালের ২১ মার্চ রাতে মাগুরা-যশোর সড়কের মাগুরা সদর উপজেলার মঘির ঢালে ট্রাকে পেট্রোলবোমা হামলা করে দুষ্কৃতকারীরা। এ সময় ট্রাকের চালক, হেলপাসহ ৯ শ্রমিক দগ্ধ হয়। মাগুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে ওই রাতেই রওশন নামে এক শ্রমিকের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকচালক ইমরান, শ্রমিক মতিন, শাহিন, শাকিল ৪ জন মারা যায়।
×