ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে ২০ বাড়ি ভস্মীভূত

প্রকাশিত: ০৪:১৭, ২৪ জানুয়ারি ২০১৮

টঙ্গীতে ২০ বাড়ি ভস্মীভূত

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২৩ জানুয়ারি ॥ সোমবার রাত ২টার দিকে টঙ্গীর মরকুন এলাকার রেলওয়ের জিআরপি বস্তিতে অগ্নিকা-ের ঘটনায় ২০টি ঘরসহ ৪টি দোকান পুড়ে গেছে। এতে ২০টি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। মাদারীপুর নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, শিবচরে অগ্নিকা-ে ৩ হাজার পোল্ট্রি মুরগিসহ একটি খামার পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত মালিক দাবি করেন। জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা মৌলভীকান্দি গ্রামের কৃষক রেজাউল মুন্সির মুরগির খামারে অগ্নিকা-ের ঘটনা ঘটে। বেলকুচির দুই যুবলীগ নেতার জামিনে মুক্তি সংবাদদাতা, বেলকুচি, সিরাজগঞ্জ , ২৩ জানুয়ারি ॥ বেলকুচি উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা ও যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সরকার মঙ্গলবার জামিনে মুক্তি পেয়েছে। বেলকুচি পৌর মেয়রের দায়ের করা চাঁদাবাজি মামলায় বৃহস্পতিবার ডিবি পুলিশ দুই যুবলীগ নেতাকে গ্রেফতার করে। গ্রেফতারের পরপরই বেলকুচি সদরে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে সড়ক অবরোধ ,গাড়ি ভাংচুর, ৩দিন একটানা বাস ধর্মঘট, পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ চলে । বেনাপোলে শ্রমিক সংঘর্ষ ॥ আহত দুই স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ স্থলবন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল শ্রমিকদের মধ্যে সংঘর্ষে দুই শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২ টার পর দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে বন্দর এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
×