ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দাউদকান্দিতে বিচার না পেয়ে প্রতিবন্ধীর আত্মহত্যা

প্রকাশিত: ০৪:১৭, ২৪ জানুয়ারি ২০১৮

দাউদকান্দিতে বিচার না পেয়ে প্রতিবন্ধীর আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ২৩ জানুয়ারি ॥ শ্বশুরবাড়ির লোকদের নির্যাতনের বিচার না পেয়ে আত্মহত্যা করেছেন তিন সন্তানের জনক এক প্রতিবন্ধী। পাঁচদিন যাবত এলাকার মাতব্বরদের কাছে ঘুরে কোন বিচার না পেয়ে সোমবার রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের ওজারখোলা গ্রামের আব্দুল কাদির (৪২) বিষপানে আত্মহত্যা করেন। মঙ্গলবার দুপুরে দাউদকান্দি মডেল থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করেছে। ঘটনার পর থেকে শ্যালকের দুই ছেলে গা-ঢাকা দিয়েছে। জানা যায়, দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের তুলাতুলি গ্রামের দিদার মিয়ার একমাত্র ছেলে মানসিক প্রতিবন্ধী আব্দুল কাদির ১২ বছর বয়স থেকে মামার বাড়ি ওজারখোলা গ্রামে চলে আসেন এবং স্থানীয় চক্রতলা বাজারে চায়ের দোকানে কাজ শুরু করেন। ২০ বছর বয়সে ওই গ্রামের মৃত রশিদ মিয়ার প্রতিবন্ধী মেয়ে পিয়ারা বেগমকে বিয়ে করেন। শ্বশুরবাড়ির পক্ষ থেকে তিন কাঠা জমির উপর বাড়ি করে দেয় তাকে। তার তিন ছেলে সাইফুল (১৭), সাকিল (৭) ও সজিব (২) নামের সবাই জন্ম থেকেই প্রতিবন্ধী। এলাকাবাসী জানান, গত ১৮ জানুয়ারি শ্যালক হোসেন মোল্লার ছেলে কামাল ও জামাল দুই ভাই মিলে প্রতিবন্ধী আব্দুল কাদিরের ঘরে এসে তাকে এবং তারে বড় ছেলেকে মারধর করে। তিন দিন যাবত এলাকার মাতব্বরদের কাছে ঘুরে বিচার না পেয়ে সোমবার রাতে নিজ ঘরে বিষ পানে আত্মহত্যা করে।
×