ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পিঠা উৎসব

প্রকাশিত: ০৪:০৯, ২৪ জানুয়ারি ২০১৮

পিঠা উৎসব

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ সরকারী মহিলা কলেজ প্রাঙ্গণে মঙ্গলবার বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসবের আয়োজন হয়। এতে কলেজের শিক্ষার্থীরা হরেক রকমের পিঠার পসরা সাজিয়ে বসে। উৎসবের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা। প্রফেসর মুহম্মদ মতিউর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মীর মাহফুজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাংবাদিক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, এনডিসি কেএম রফিকুল ইসলামসহ শিক্ষক ম-লী। পিঠা উৎসবের শিক্ষার্থীদের বেশ ক’টি স্টল প্রতিযোগিতায় অংশ নেয়। মাদকবিরোধী সভা নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২৩ জানুয়ারি ॥ ‘নেশা ছেড়ে কলম ধরি-মাদক মুক্ত সমাজ গড়ি’ এমন শ্লোগান নিয়ে হবিগঞ্জে শিক্ষার্থী উদ্বুদ্ধকরণ শীর্ষক আলোচনা সভা, প্রশ্নোত্তর মূলক প্রতিযোগিতা ও পুরস্কার-লিফলেট বিতরণ কর্মসূচী শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও জেলা ‘মাদক বিরোধী শক্তি’র যৌথ উদ্যোগে পৈল উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষক মাওলানা কুতুব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সহকারী পরিচালক তানভীর হোসাইন খান। মুখ্য আলোচক ছিলেন, মাদকবিরোধী শক্তি ঢাকাস্থ কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি চৌধুরী জান্নাত রাখি।
×