ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অনিয়মের লিফলেট বিতরণ

কলাপাড়ায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

প্রকাশিত: ০৪:০৯, ২৪ জানুয়ারি ২০১৮

কলাপাড়ায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৩ জানুয়ারি ॥ নীলগঞ্জ ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর সাইদ হাওলাদারকে (৪০) বেধড়ক কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে প্রকাশ্যে সাইদকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। স্থানীয়রা তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে শঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। নুর সাইদের অভিযোগ একই এলাকার সোহাগ, কেনান ও মিরাজ তাকে কুপিয়ে জখম করে। আক্কেলপুর মাদ্রাসার বিভিন্ন অনিয়মের চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করছিল সাইদ। এ সময় প্রতিপক্ষ গ্রুপ তাকে কুপিয়ে জখম করে। জানা গেছে, দীর্ঘদিন ধরে আক্কেলপুর সিনিয়র মাদ্রাসার সুপার ও পরিচালনা পর্ষদের সভাপতি আওয়ামী লীগের রুহুল আমিনের সঙ্গে বিভিন্ন অনিয়ম নিয়ে বিরোধ চলছিল। সভাপতি গ্রুপের শিক্ষকরা পাঠদানে উপস্থিত না থাকায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছিল বলে আহত সাইদের অভিযোগ। নিয়মিত পাঠদানসহ সকল অনিয়মের বন্ধের দাবিতে সচেতন অবিভাবক মহলের ব্যানারে লিফলেট বিতরণকালে রুহুল আমিন হাওলাদারের ছেলেসহ সন্ত্রাসীরা একই দলের নেতা সাইদের ওপর সশস্ত্র হামলা চালায়। হাসপাতালের জরুরী বিভাগ সূত্র জানায়, আহতের বাম হাতের তিন-চতুর্থাংশ এবং বাম পায়ের হাঁটুসহ কেটে গেছে। রুহুল আমিন হাওলাদার জানান, লিফলেট বিতরণকে কেন্দ্র করে একটি গ-গোলের সংবাদ পেয়েছি। তবে আমি উপস্থিত ছিলাম না। শহীদ আসাদ দিবস উপলক্ষে হামদর্দের ফ্রি মেডিক্যাল ক্যাম্প গত রবিবার শহীদ আসাদ দিবস উপলক্ষে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উদ্যোগে নরসিংদী’র শিবপুরে দিনব্যাপী দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ওষুধ বিতরণ করা হয়। হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইউনানি ও আয়ুর্বেদিক মেডিসিন অনুষদের তত্ত্বাবধানে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন শহীদ আসাদ-এর কনিষ্ঠ সহোদর ডাঃ মোঃ নূরুজ্জামান, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইউনানি মেডিসিন বিভাগের শিক্ষক ও ইন্টার্নি চিকিৎসকবৃন্দ।-বিজ্ঞপ্তি।
×