ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাটোরে মুক্তিযোদ্ধার পরিবারের জায়গা দখল ॥ হুমকি

প্রকাশিত: ০৪:০৮, ২৪ জানুয়ারি ২০১৮

নাটোরে মুক্তিযোদ্ধার পরিবারের জায়গা দখল ॥ হুমকি

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৩ জানুয়ারি ॥ বাগাতিপাড়ায় স্থানীয় ইউপি সদস্যের বিরুদ্ধে অবৈধভাবে মুক্তিযোদ্ধার পরিবারের সন্তানের জমি দখল, বসতভিটা থেকে উচ্ছেদসহ প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। ইউপি সদস্যের কথামতো তার বিভিন্ন অপকর্মে সমর্থন ও সহযোগিতা না করার কারণেই মার্কেটের রুম দখল ও বসতভিটা থেকে উচ্ছেদসহ প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান রফিকুল ইসলাম রোজ। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে বাগাতিপাড়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি। উপজেলার তমালতলা মোড় এলাকার বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ আব্দুর রশিদের ছেলে। ভুক্তভোগী ও ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের জেলা সভপতি রফিকুল ইসলাম রোজ জানান, উপজেলার নুরপুর মালঞ্চি গ্রামের সামসুদ্দিনের ছেলে ও স্থানীয় ইউপি সদস্য আজিজুল হাকিম প্রায়ই রফিকুল ইসলাম রোজকে অন্যায় কাজে সমর্থন ও সহযোগিতা করার জন্য চাপ দিয়ে আসছিল। কিন্তু আজিজুল হাকিমের কোন কথায় কর্ণপাত করেননি রফিকুল ইসলাম রোজ। এ নিয়ে উভয়ের মধ্যে বাগ্বিত-া চলে আসছিল। সম্প্রতি আজিজুল হাকিম তমালতলা বাজারের ওপর রফিকুল ইসলাম রোজের মালিকানাধীন একটি মাকের্টের একটি রুম জোরপূর্বক দখল করে নেন। কিন্তু পরবর্তীতে স্থানীয়দের চাপে রুমটি ছেড়ে দেয়ার কথা স্বীকার করলেও তা করেননি আজিজুল হাকিম। রফিকুল ইসলাম রোজ আরও বলেন, আজিজুল হাকিম থানা আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিলে অর্থ বিষয়ক সম্পাদক পদ পান। কিন্তু দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে পদ থেকে বহিষ্কৃত হন। এ ব্যপারে স্থানীয় ইউপি সদস্য আজিজুল হাকিম তার বিরুদ্ধে আনীত অভিযোগ অম্বীকার করে বলেন, বাড়িঘর থেকে উচ্ছেদ ও প্রাণনাশের হুমকি দেয়ার বিষয়টি মিথ্যা ও বানোয়াট। রফিকুল ইসলাম ও তার পরিবারের সঙ্গে আমার পূর্বেই জমিজমা সংক্রান্ত লেনদেন ছিল। বিষয়টি আইনসিদ্ধ ও ন্যায়সঙ্গতভাবে নিরসনের জন্য সর্বদা প্রস্তুত আছেন বলে জানান তিনি।
×