ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেত্রকোনার সীমান্তে ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

প্রকাশিত: ০৪:০৭, ২৪ জানুয়ারি ২০১৮

নেত্রকোনার সীমান্তে ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৩ জানুয়ারি ॥ জেলার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে লিথন মারাক (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে ইয়াবাসহ গ্রেফতার করেছে স্থানীয় থানা পুলিশ। সোমবার রাতে রংছাতি ইউনিয়নের পাঁচগাও গ্রামের সামনের সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১শ’ ৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত লিথন মারাকের বাড়ি ভারতের মেঘালয় রাজ্যের বাঘমারা জেলার রংরা থানার আপারনিকুরা গ্রামে। তিনি গারো আদিবাসী। কলমাকান্দা থানার ওসি মিজানুর রহমান জানান, লিথন মারাক সীমান্ত অতিক্রম করে প্রায়ই বাংলাদেশে অনুপ্রবেশ করে মাদক বিক্রি করে আসছিল। গোপন সূত্রের এ খবর পেয়ে সোমবার রাতে ১শ’ ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে ওই রাতেই কলমাকান্দা থানার এসআই মারুফুজ্জামান বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি ও অবৈধ অনুপ্রবেশ করায় আরও একটি মামলা দায়ের করেন। পরে ওই দুই মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পটুয়াখালীতে অবৈধ জেটি নির্মাণ বন্ধ করল প্রশাসন নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ২৩ জানুয়ারি ॥ পটুয়াখালী লাউকাঠী নদীর তীর দখল করে অবৈধভাবে জেটি নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার জেটির নির্মাণ কাজ বন্ধ করে দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অনুমতি না নিয়ে নদীর তীর দখল করে একটি ব্যবসায়ী গ্রুপ জেটি নির্মাণ করছিল। অবৈধভাবে তীর দখল করা ও পাকা স্থাপনা নির্মাণ এর অভিযোগ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মাছুমুর রহমান বলেন, ‘নদীর তীর দখল কিংবা নদীর গতিপথ নষ্ট হয় এমন কোন কাজ করতে দেয়া হবে না। অবৈধ দখলদারদের বিরুদ্ধে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
×