ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যৌতুকের টাকা ফেরত দিলেন জামাই

প্রকাশিত: ০৪:০৭, ২৪ জানুয়ারি ২০১৮

যৌতুকের টাকা ফেরত দিলেন জামাই

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ চার বছর আগে একটি গরু ও ৫০ হাজার টাকা যৌতুক নিয়ে বিয়ে করেছিল জলঢাকা উপজেলার একটি হার্ডওয়্যার দোকানের কর্মচারী এরশাদ আলী (২৮)। কিন্তু হঠাৎ করে তার বিবেক হতে যৌতুকবিরোধী আন্দোলন দেখা দেয়। চতুর্থ শ্রেণী পর্যন্ত শিক্ষা নেয়া এরশাদ আলী নিজেকে যৌতুক নিয়ে বিয়ে করে অপরাধী মনে করেছে। তাই সে যৌতুকবিরোধী আন্দোলনে শামিল হতে শ্বশুরবাড়ি ছুটে গিয়েছে। সঙ্গে নিয়ে যাওয়া যৌতুকের গরুর মূল্য ৪০ হাজার ও ৫০ হাজারসহ ৯০ হাজার টাকা শাশুড়ির হাতে ফিরিয়ে দিয়ে এসেছে। গত দুই দিন আগের এই ঘটনা মঙ্গলবার ছড়িয়ে পড়েছে জেলা জুড়ে। জলঢাকার সবুজপাড়া এলাকার আতিয়ার রহমানের ছেলে এরশাদ আলী। সে উপজেলার চেরেঙ্গা গ্রামের মৃত সুলতান আলীর মেয়ে রোজিনা বেগমকে বিয়ে করেন। সে সময় যৌতুক হিসেবে ৯০ হাজার টাকা মেয়ের মায়ের নিকট গ্রহণ করে এরশাদের পরিবার। এরশাদ আলীর শাশুড়ি রাবেয়া বেগম প্রথমে যৌতুকের এই টাকা মেয়ে জামাইয়ের কাছ হতে ফেরত নিতে অপারগতা প্রকাশ করেছিল। কিন্তু এরশাদ ছিল অনড়। এমন বিরল ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মঙ্গলবার হার্ডওয়্যারের দোকানে কথা হয় এরশার আলীর সঙ্গে জানায়, চার বছর আগে পরিবারের পছন্দে রোজিনার সঙ্গে আমার বিয়ে হয়। সংসার জীবনে আমার আড়াই বছরের একটি কন্যা শিশু রয়েছে। তিনি আরও জানায়, বিয়ের রাত হতেই ভাবছিলাম যৌতুকের এই দেনা থেকে আমি কবে মুক্ত হব। এই টাকা নেয়াটাই কেন যেন বিবেকের নিকট বার বার অপরাধী মনে হচ্ছিল। অভাবী সংসারে নিজেকে প্রতিষ্ঠিত করতে দোকানে বেশি বেশি করে কাজ করতে শুরু করি। বেতন ভাতা বেশি পেতে থাকি। প্রায় তিন বছর হতে তিলে তিলে সঞ্চয় করে আমি সেই টাকা জমিয়ে আমার শাশুড়িকে ফেরত দিয়ে এসেছি। এখন আমি যৌতুকের দায় মুক্ত। যেন বুকের ওপর হতে অদৃশ্য বিশাল পাথর নেমে গেল। এ দিকে ঘটনার সত্যতা স্বীকার করে এরশাদ আলী শাশুড়ি রাবেয়া বেগম বলেন, এমন জামাই ক’জনের ভাগ্যে জোটে! তিনি বলেন,আমার জামাইয়ের এমন কাজে আমি গর্বিত। রোজিনার বিয়ের সময় আমার জমি বন্ধক ও দু’টি গরু বিক্রি করে এরশাদের পরিবারের হাতে ৯০ হাজার টাকা দিয়েছিলাম। আমি জামাইয়ের জন্য দোয়া করি। এমন সন্তান যেন দেশের প্রতিটি ঘরে জন্মে। এরশাদ আলী স্ত্রী রোজিনা বেগম বলেন আমি বিষয়টি জানতাম না। আমার মা আমার বাসায় এসে বলে গেছে। আমি নিজেও অবাক হয়েছি। আমার স্বামী বিয়ের পর হতে কোন দিন কোন রাগারাগি বা কটূকথা আমাকে বলেনি। এরশাদের কর্মরত প্রতিষ্ঠান ভাই ভাই ট্রেডার্সের স্বত্ব¡াধিকারী আজাহার আলী বলেন, যৌতুকবিরোধী কর্মকাণ্ডে নিজেকে না জড়িয়ে যৌতুকের টাকা ফিরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে এরশাদ। এতে আমি গর্বিত।
×