ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রিজ না থাকায় আত্রাইবাসীর দুর্ভোগ

প্রকাশিত: ০৪:০৬, ২৪ জানুয়ারি ২০১৮

ব্রিজ না থাকায় আত্রাইবাসীর দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৩ জানুয়ারি ॥ আত্রাই উপজেলার ভবানীপুর বাজার সংলগ্ন আত্রাই নদীর ওপর একটি ব্রিজের অভাবে যুগ যুগ ধরে দুই ইউনিয়নের হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে একটি মাত্র নৌকার মাধ্যমে পারাপার হয়ে আসছে। এখানে একটি ব্রিজ নির্মাণের দাবি গ্রামবাসীর দীর্ঘদিনের। দেশ স্বাধীনের পর থেকেই এ ব্রিজটি নির্মাণের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে অনেক আবেদন নিবেদনও করা হয়েছে। বিভিন্ন সময় আশ্বাসও পাওয়া গেছে। কিন্তু আজও তা বাস্তবায়ন হয়নি। ফলে এ পথে যাতায়াত করতে শিক্ষার্থীসহ সর্ব স্তরের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা গেছে, আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের ভবানীপুর বাজার সংলগ্ন রায়পুর গ্রামবাসীর চলাচলের একমাত্র রাস্তা হওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এ পথে যাতায়াত করছে কৃষক-শ্রমিক, কোমলমতি স্কুল শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ। রায়পুর, ডাঙ্গাপাড়া, ভবানীপুরসহ বেশ কয়েকটা গ্রামের লোকজনকে পারাপার হতে হয় একটি মাত্র নৌকার মাধ্যমে। রায়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ভবানীপুর জিএস উচ্চ বিদ্যালয়, ইক্বরা মহিলা মাদ্রাসা ও এতিমখানা নুরানী স্কুলের শত শত শিক্ষার্থীদের আসা-যাওয়ার পথ এটিই। কোমলমতি শিক্ষার্থীদের জন্য এ পথ খুবই ঝুঁকিপূর্ণ। আত্রাই উপজেলার বিভিন্ন এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগলেও একটি ব্রিজের অভাবে রায়পুর গ্রামবাসীর স্বপ্ন যেন থমকে আছে। একটি ব্রিজের অভাবে নানা সমস্যায় জর্জরিত এ গ্রামের মানুষের জীবনযাত্রা। সকাল হলে দীর্ঘ লাইন ধরে ঘাটে নৌকার জন্য দাঁড়িয়ে থাকতে হয়। হাট-বাজার, অফিস, স্কুল-কলেজে যাওয়া রায়পুরবাসীর কাছে চরম বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে। এ পথ কৃষিপণ্য পরিবহনের উপযোগী না হওয়ায় এলাকার কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য সহজভাবে বাজারজাত করতে পারে না। ফলে তারা বঞ্চিত হয় ন্যায্যমূল্য প্রাপ্তি থেকে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের। এখানে ব্রিজ নির্মাণ হলে এলাকাবাসীর এক নতুন দিগন্তের উন্মোচন ঘটবে। ছাত্রছাত্রীসহ এলাকার সাধারণ মানুষও পাবে যোগাযোগের সুফল। এ বিষয়ে আত্রাই উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন জানান, শাহাগোলা ইউনিয়নের পার্শ্ববর্তী কালিকাপুর ইউনিয়নের রায়পুর ব্রিজটি জনগুরুত্বপূর্ণ। আশা করছি আগামী জুন-জুলাই মাস নাগাদ এই ব্রিজের কাজ শুরু হতে পারে।
×