ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আব্দুর রশিদ

এসএসসি পরীক্ষার প্রস্তুতি-২০১৮

প্রকাশিত: ০৩:৫৫, ২৪ জানুয়ারি ২০১৮

এসএসসি পরীক্ষার প্রস্তুতি-২০১৮

বিষয় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ (প্রথম অধ্যায়) সিনিয়র শিক্ষক, বি এ এফ শাহীন কলেজ কুর্মিটোলা, ঢাকা ১১. একুশ শতাব্দীতে টিকে থাকতে হলে সবাইকে জানতে হবে- ক. তথ্যপ্রযুক্তির প্রাথমিক বিষয়গুলো খ. যোগাযোগ প্রযুক্তির প্রাথমিক বিষযগুলো গ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রাথমিক বিষয়গুলো গ. অর্থনৈতিক বিষয়গুলো ১২. আরপনেট (অজচঅঘঊঞ) এর কার্যক্রম বন্ধ হয়ে যায় কত সালে? ক. ১৯৬৯ খ. ১৯৮৩ গ. ১৯৯০ ঘ.১৯৯৩ ১৩. আইএসপি (ওঝচ) দিয়ে কী বোঝানো হয়? ক. ইন্টারনেট সোশ্যাল প্রিভিলেজ খ. ইন্টারনেটস্যোশাল পাবলিক গ. ইন্টারনেট সার্ভিস প্রিভিলেজ ঘ. ইন্টারনেট সার্ভিস প্রভাইটার ১৪. একুশ শতকে এসে প্রযুক্তি মানুষকে কোন যুগ উপহার দিয়েছে? ক. তথ্য যুগ খ. যোগাযোগ যুগ গ. মোবাইল যুগ ঘ.তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যুগ ১৫. বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ফলে- ক. সময় বেশি কিন্তু খরচ কম হয় খ. সময় ও খরচ খুবই কম হয় গ. খরচ বেশি কিন্তু সময় কম হয় ঘ. সময় ও শক্তি খরচ বেশি হয় ১৬. একুশ শতকের সম্পদ নয- র. খনিজ সম্পদ রর. সাধারণ মনুষ ররর. শিল্প নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর ১৭. বর্তমান পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ, কারণ- র. শুধু মানুষই জ্ঞান সৃষ্টি করতে পারে রর. জ্ঞান ধারণ করতে পারে ররর. জ্ঞান ব্যবহার করতে পারে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর ১৮. পৃথিবীর সম্পদের এই নতুন ধারণি- র. সারা পৃথিবীতে মানুষের চিন্তা-ভাবনার জগৎটি পাল্টে দিয়েছে রর. সারা পৃথিবীতে মানুষের চিন্তা-ভাবনার জগৎটি স্থির রেখেছে ররর. সারা পৃথিবীতেই মানুষ আলাদাভাবে প্রস্তুতি নিতে শুর” করেছে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর ১৯. বিশ্বায়নের কারণে- র. দেশের সীমা এখন বিশ্বব্যাপী ছড়িয়েছে - রর. এক দেশের ধিবাসী হয়ে অন্য দেশের নাগরিক হওয়া যায় ররর.আন্তর্জাতিকতা নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর ২০. শিল্প বিপ্লব অংশগ্রহণকারী দেশসমূহ পরবর্তীতে- র. পৃথিবীতে নিয়ন্ত্রণ করে রর. পৃথিবীর চালিকাশক্তি হিসেবে কাজ করে ররর. অর্থনেতিকভাবে ক্ষতিগ্রস্থ হয় নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর ঃ ১১(গ), ১২(গ), ১৩(ঘ), ১৪(ঘ), ১৫(খ), ১৬(খ), ১৭(ঘ), ১৮(খ), ১৯(ঘ), ২০(ক)।
×