ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জাপানে অগ্ন্যুৎপাতের পর তুষারধস ॥ নিহত ১, আহত ১৪

প্রকাশিত: ০৩:৩৯, ২৪ জানুয়ারি ২০১৮

জাপানে অগ্ন্যুৎপাতের পর তুষারধস ॥ নিহত ১, আহত ১৪

জাপানের কুসাসু আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর তুষারধসে এক সৈন্য নিহত ও ১৪ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে টোকিওর উত্তরে গুনমা প্রদেশে কুসাসু আগ্নেয়গিরিতে এ ঘটনার পর আবহাওয়া অধিদফতর সর্তকতা জারি করেছে। আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে বলছেন, সকালে হঠাৎ করে মৃদু ভূ-কম্পনের পর বিশাল এলাকা জুড়ে পাথর ছড়িয়ে পড়ে। প্রায় এক কিলোমিটার দূরবর্তী স্থান পর্যন্ত এসব পাথর-ধূলি উড়ে যায়। পাথরের আঘাতে আগ্নেয়গিরি নিকটবর্তী এলাকায় তুষারধসে একটি স্কি রিসোর্টের আশপাশে অনেক মানুষ আহত হয়। -খবর ওয়েবসাইটের কর্তৃপক্ষ বলছে, পর্বতটির আশপাশের প্রায় ২ কিমি জুড়ে স্থানীয় এলাকাবাসীদের সতর্কভাবে চলাফেরা করতে বলা হয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসন বলছে, কুসাসু স্কি রিসোর্টে আহতদের মধ্যে ৪ ব্যক্তির অবস্থা গুরুতর। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়াও আগ্নেয়গিরির পাশে প্রশিক্ষণরত স্থলবাহিনীর (জিএসডিএফ) ৬ সেনা সদস্য আহত হলে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়, পরে সেখানে এক সৈন্য মারা যান। ২ হাজার ১৬০ মিটার উচ্চতার এ কুসাসু সিরানে আগ্নেয়গিরি জাপানের সক্রিয় ৫০টি আগ্নেগিরির মধ্যে অন্যতম। চীনে এ্যাপার্টমেন্টে অগ্নিকা- ॥ ৪ জনের মৃত্যু চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শানঝি প্রদেশের গ্রামীণ এলাকায় একটি এ্যাপার্টমেন্ট ভবনে মঙ্গলবার ভোরে এক ভয়াবহ অগ্নিকা-ে চার জনের মৃত্যু ও অপর ১৩ জন আহত হয়েছে। দমকল বিভাগের কর্মীরা জানান, স্থানীয় সময় রাত দেটটায় পাঁচতলা ওই ভবনে আগুন লাগে। এ সময় সেখানে ১৯ জন আটকা পড়ে। ভবনটি প্রাদেশিক রাজধানী জিয়ানের ইয়ান্তা জেলায় অবস্থিত। আটকে পড়াদের উদ্ধার করার পর এদের চারজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। -সিনহুয়া
×