ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নির্বাচনে এককভাবে লড়বে শিবসেনা ॥ বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন

প্রকাশিত: ০৩:৩৮, ২৪ জানুয়ারি ২০১৮

নির্বাচনে এককভাবে লড়বে শিবসেনা ॥ বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন

ভারতের শিবসেনা দল আসন্ন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে এককভাবে প্রার্থী দেয়ার কথা ঘোষণা করেছে। বিজেপিকে বাদ দিয়ে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে স্বতন্ত্রভাবে মাঠে নামার কথাও তারা মঙ্গলবারে অনুষ্ঠিত দলের নির্বাহী কমিটিতে সিদ্ধান্ত গ্রহণ করেছে। খবর-টাইমস অব ইন্ডিয়া। এর আগে শিবসেনারা আর বিজেপির সঙ্গে থাকবেনা বা জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে না বললেও এবার দলের নির্বাহী কমিটিতে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাশের মাধ্যমে দুটি দলের মধ্যে সম্পর্কের স্থায়ী অবসান ঘটল। মুম্বাইয়ে অনুষ্ঠিত দলের নির্বাহী কমিটির সভায় শিবসেনা নেতা সঞ্জয় রাউত এককভাবে নির্বাচনে যাওয়ার প্রস্তাব উত্থাপন করলে সর্বসম্মতভাবে তা পাশ হয়ে যায়। এ সময় লোকসভা নির্বাচনে ৪৮ টি আসনের কমপক্ষে ২৫টি এবং বিধান সভার ২৮৮টির মধ্যে অন্তত ১৫০টি আসনে বিজয়ী হওয়ার লক্ষ্যে দলটি তাদের প্রত্যয় ব্যক্ত করে।
×