ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এসএসসি পদার্থবিজ্ঞান

প্রকাশিত: ০৭:০০, ২৩ জানুয়ারি ২০১৮

এসএসসি পদার্থবিজ্ঞান

প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল এন্ড কলেজ ডেমরা, ঢাকা। ই-মেইল: সধংযঁফ.শযধহ.ফঢ়ংপ@মসধরষ.পড়স ২৬। গতিশক্তি কাকে বলে? উত্তর : কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। ২৭। একক ভরের একটি বস্তুর বেগ এক একক হলে ঐ বস্তুর গতিশক্তির পরিমাপ কত হবে? উত্তর : একক ২৮। ৫ ক্যালরি = কত জুল? উত্তর : ২১ জুল ২৯। বিভবশক্তি নির্ণয়ের সূত্রটি লিখ। উত্তর : বিভব শক্তি = বস্তুর ভর ঢ অভিকর্ষজ ত্বরণ ঢ উচ্চতা বা, বস্তুর ওজন ঢ উচ্চতা ৩০। পেট্রোলিয়াম শব্দের অর্থ কী? উত্তর : পাথরে সঞ্চিত তেল ৩১। ধাতব প্রতিফলকের সাহায্যে সূর্যরশ্মিকে ব্যবহার করে কী তৈরি করা হয়? উত্তর : সৌরচুল্লি ৩২। এক কিলোওয়াট ঘণ্টা = কত জুল? উত্তর : ৩.৬ ঢ ১০৬ঔ ৩৩। ২০গবা = কত জুল? উত্তর : ৩.২ ঢ ১০-১১ঔ ৩৪। হট স্পট কাকে বলে? উত্তর : যে জায়গায় ম্যাগমা জমা থাকে তাকে হট স্পট বলে। ৩৫। জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে নিউক্লিয় বোমার বিস্ফোরণ ঘটে কত সালে? উত্তর : ১৯৪৫ সালে ৩৬। টেরিলিন পাওয়া যায় কী থেকে? উত্তর : পেট্রোলিয়াম ৩৭। কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি মানুষ কোন শক্তি থেকে পায়? উত্তর : রাসায়নিক শক্তি ৩৮। পেট্রোলিয়াম কোন শব্দ? উত্তর : ল্যাটিন শব্দ ৩৯। কয়লা ও খনিজ তেল কোন ধরনের জ¦ালানি? উত্তর : জীবাশ্ম জ¦ালানি ৪০। জলবিদ্যুৎ উৎপাদনে টার্বাইনটি কিসের সাথে সরাসরি যুক্ত? উত্তর : তড়িৎ জেনারেটরের সাথে ৪১। বায়োমাসে প্রধানত কোন কোন গ্যাস থাকে? উত্তর : কার্বন ও হাইড্রোজেন ৪২। কোন দেশ প্রথম নিউক্লিয় তড়িৎ কেন্দ্র হতে তড়িৎ উৎপাদন শুরু করে? উত্তর : সাবেক সোভিয়েত ইউনিয়ন ৪৩। পারমাণবিক শক্তির ধ্বংসনীলা কোন শক্তির রূপান্তর ভিন্ন আর কিছুই নয়? উত্তর : রাসায়নিক শক্তি ৪৪। বস্তুর গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক লিখ। উত্তর : ঊশ= ৪৫। নিউক্লিয় বিক্রিয়ায় পদার্থ কিসে রূপান্তরিত হয়? উত্তর : শক্তিতে ৪৬। সৌরকোষের উপর সূর্যালোক পড়লে এর থেকে সরাসরি কী পাওয়া যায়? উত্তর : তড়িৎ শক্তি ৪৭। তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান উপাদান কী? উত্তর : কয়লা ৪৮। বায়োগ্যাসে পানি ও গোবরের অনুপাত কত? উত্তর : ২ : ১ ৪৯। প্রাকৃতিক গ্যাসের প্রধান কী? উত্তর : মিথেন ৫০। টার্বাইন কী? উত্তর : ব্লেডযুক্ত একটি চাকা ৫১। এক টন ইউরেনিয়াম থেকে প্রাপ্ত শক্তি কত টন কয়লার শক্তির সমান? উত্তর : দশ লক্ষ ৫২। নিউজিল্যান্ডে কোন শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র উৎপন্ন হয়েছে? উত্তর : ভূ-তাপীয় শক্তি ৫৩। জোয়ার ভাটার শক্তির সাহায্যে তড়িৎ উৎপাদনের ক্ষেত্রে সফল কোন দেশ? উত্তর : ফ্রান্স ৫৪। নিউক্লিয় বিক্রিয়ার সময় ক্ষতিকর কোন রশ্মি নির্গত হয়? উত্তর : গামা রশ্মি ৫৫। পারমাণবিক সাবমেরিনে নিউক্লিয় শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করা হয়? উত্তর : যান্ত্রিক শক্তি ৫৬। কাপ্তাই পানি বিদ্যুৎ প্রকল্পে বিদ্যুৎ শক্তির মূল উৎস কী? উত্তর : পানির বিভবশক্তি ৫৭। বৈদ্যুতিক জেনারেটরের কুন্ডলীটি ঘুরানোর সময় কোন প্রকার শক্তি উৎপন্ন হয়? উত্তর : তড়িৎশক্তি ৫৮। মানবকল্যাণে পারমাণবিক শক্তির ব্যবহার প্রথম শুরু হয় কত সালে? উত্তর: ১৯৫৪ সালে ৫৯। মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণনীতি লিখ। উত্তর : ঊ = ঊশ + ঊঢ় ৬০। বস্তুর অভ্যন্তরীণ বিভব শক্তিকে কাজে লাগাতে হলে কী করতে হবে? উত্তর : শক্তির রূপান্তর ঘটাতে হবে ৬১। পারমাণবিক সাবমেরিনে শক্তির রূপান্তর কিরূপ হয়? উত্তর : নিউক্লিয় শক্তি যান্ত্রিক শক্তিতে ৬২। গাঁজন কাকে বলে? উত্তর : যে বিক্রিয়ার সাহায্যে প্রাণীর গোবর, গাছপালার পাতা বায়োগ্যাসে রূপান্তরিত হয় তাকে গাঁজন বলে। ৬৩। ফটোভোলটেইক সেলের উপর আলোর ক্রিয়ার ফলে আলোক শক্তি কী ধরনের শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর :তড়িৎ শক্তি ৬৪। টেলিগ্রাফ বা রেডিওর প্রেরক যন্ত্রে শক্তির রূপান্তর কিরূপ হয়? উত্তর :শব্দ শক্তি তড়িৎ শক্তি ৬৫। গাড়ির ইঞ্জিনে শক্তির রূপান্তর কিরূপ হয়? উত্তর :রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তি
×