ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংখ্যালঘু শিশু ধর্ষণ

ধামাচাপা দিতে বাবা-মাকে দেশান্তর করার হুমকি

প্রকাশিত: ০৬:৫১, ২৩ জানুয়ারি ২০১৮

ধামাচাপা দিতে বাবা-মাকে দেশান্তর করার হুমকি

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২২ জানুয়ারি ॥ কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী গ্রামে সংখ্যালঘু দিনমজুরের শিশুকন্যাকে (১০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় জাহাঙ্গীর হোসেন নামের এক ব্যক্তি ওই শিশুকে ধর্ষণ করেছে। একটি মহল ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য তৎপরতা চালাচ্ছে। জানা গেছে, একই গ্রামের জাহাঙ্গীর হোসেন রবিবার দুপুরের দিকে ওই শিশুটির ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। এ সময় শিশুর বাবা-মা ঘরে ছিল না। চিৎকার শুনে প্রতিবেশী কয়েক নারী এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়। পরে শিশুটির বাবা-মা ঘটনাটি ইউপি সদস্য নুরুল ইসলামকে জানান। ওই ইউপি সদস্য কয়েকজন লোক নিয়ে ঘটনার দিন রাতে সালিশ বৈঠক করেন। একপর্যায়ে সালিশে অভিযুক্ত ধর্ষককে অর্থ জরিমানা করেন। ঘটনাটি যাতে পত্রিকায় না আসে সে জন্য দুই সাংবাদিককে দায়িত্ব দেয় হয়। আর এ জন্য তাদের ২৫ হাজার টাকা প্রদান করা হয়। আরও জানা গেছে, অভিযুক্ত জাহাঙ্গীর স্থানীয়ভাবে প্রভাবশালী। সে কয়েক প্রতিনিধিকে ম্যানেজ করে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে এবং শিশুটির বাবা-মাকে মুখ খুললে দেশান্তর করা হবে বলে হুমকি দিয়েছে। এ ব্যাপারে ইউপি সদস্য নুরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সালিশ বৈঠকের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘ঘটনাটি ধর্ষণ নয়, ধর্ষণের চেষ্টা।’
×