ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গর্ভে নবজাতকের মৃত্যু ॥ প্রতিবাদে হাসপাতাল ভাংচুর

প্রকাশিত: ০৬:৫০, ২৩ জানুয়ারি ২০১৮

গর্ভে নবজাতকের মৃত্যু ॥ প্রতিবাদে হাসপাতাল ভাংচুর

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকের অবহেলায় গর্ভেই নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রসূতির স্বজনরা হাসপাতালের পরিচালকের কক্ষ ঘেরাও ও বিক্ষোভ করেছে। এসময় বিক্ষুব্ধ স্বজনরা হাসপাতালের দরজা-জানালা ভাংচুরও করে। সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। জানা গেছে, রাজশাহী নগরীর আসাম কলোনী এলাকার নাজমুল হাসান টগরের প্রসূতি স্ত্রী জুলিয়া বেগম প্রসব বেদনা নিয়ে গত শনিবার রাতে হাসপাতালে ভর্তি হন। সেদিন থেকেই তিনি হাসপাতালের ৪০৬ নম্বর ওয়ার্ডের ২ নম্বর বেডে চিকিৎসাধীন। জুলিয়ার স্বামী নাজমুল হাসান টগর জানান, শনিবার রাত ১২টার দিকে তার স্ত্রীকে নগরীর নওদাপাড়ায় রাজশাহী ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জুলিয়াকে চিকিৎসক আবেদা বেগমের তত্ত্বাবধানে দেন। রাতেই চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মা ও সন্তান ভাল আছে বলে জানায়। এরপর ভোর ৬টার দিকে অপারেশনের (সিজার) সময় দেন। কিন্তু তিনি আর হাসপাতালে আসেননি। নয় ঘণ্টা পর বিকেল ৩টার দিকে তার স্ত্রীর সিজার করা হয়। সময়মত সিজার না করায় গর্ভে তার সন্তানের মৃত্যু হয় বলে দাবি করেন তিনি। এ ব্যাপারে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করে চিকিৎসক আবেদা বেগমকে পাওয়া যায়নি। তবে তার সহকারী সাবিনা বলেন, শাশুড়ির মৃত্যুর খবর পেয়ে ভোরেই ম্যাডাম (ডা. আবেদা বেগম) কুষ্টিয়া চলে যান। সকাল ৮টার দিকে ফোন করে ম্যাডাম বিষয়টি জানান। ম্যাডাম বলেন, আমি দুইদিন কোন রোগী দেখবো না তা কর্তৃপক্ষকে জানিয়ে দিও। এরপর সকাল নয়টার দিকে তিনি (সাবিনা) পরিচালককে বিষয়টি অবগত করান। প্রসূতি জুলিয়ার চাচা ইমন শেখ জানান, নির্ধারিত চিকিৎসকের অনুপস্থিতিতে আরেকজন চিকিৎসককে দায়িত্ব দেয়ার কথা।
×