ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কোহলির দাপটে তটস্থ ভারতীয় বোর্ড!

প্রকাশিত: ০৬:৪৭, ২৩ জানুয়ারি ২০১৮

কোহলির দাপটে তটস্থ ভারতীয় বোর্ড!

স্পোর্টস রিপোর্টার ॥ বিরাট কোহলি চাননি বলে প্রধান কোচের পদ থেকে সরে যেতে বাধ্য হয়েছিলেন অনিল কুম্বলে। অধিনায়কের চাওয়া মতো দায়িত্বটা পেয়েছেন রবি শাস্ত্রী। এসবই পুরনো খবর। তবে ভারতীয় ক্রিকেটে কোহলির দাপট যে কত বেশি, সেটি বোধহয় অনেকে অনুমানও করতে পারবেন না! ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) রাঘব-বোয়াল কর্তাও এখন তাকে নিয়ে আতঙ্কে থাকেনÑ দ্য টেলিগ্রাফে লেখা কলামে এমনটাই জানিয়েছেন দেশটির বিখ্যাত ইতিহাসবিদ ও ক্রিকেট লেখক রামাচন্দ্র গুহ,‘ভারতীয় মন্ত্রিসভার সদস্যরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যতটা না সম্মান করেন, বোর্ডের কর্তাব্যক্তিরা কোহলিকে তার চেয়েও বেশি আরাধনা করে। এমনকি যে বিষয়ে কথা বলার কোন এখতিয়ার নেই, সে বিষয়েও নাক গলায় কোহলি!’ জানিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের নাকানি-চুবানি খাওয়ার পেছনেও দায় কোহলির বলেই মনে করেন রামাচন্দ্র, ‘টেস্ট সিরিজ শুরুর অনেক আগেই দক্ষিণ আফ্রিকায় পা রাখা উচিত ছিল টিম-ইন্ডিয়ার। কিন্তু বোর্ড কর্তারা যেন কোহলির জিম্মি! দলনেতার তৈরি করে দেয়া সূচী অনুযায়ী দক্ষিণ আফ্রিকায় সফরে গিয়ে কোন অনুশীলন ম্যাচ খেলার সুযোগই পায়নি ভারত। যার ফলস্বরূপ প্রথম দুই টেস্টেই সিরিজ হেরে বসেছে তারা।’ ২০১৭ সালের জুনে দায়িত্ব ছাড়ার আগ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রশাসনিক কমিটির সদস্য হিসেবে কর্মরত ছিলেন রামাচন্দ্র। সে সময় কোহলির ‘একনায়কতন্ত্রের’ শিকার হতে হয়েছিল তাকে। এ কারণেই নাকি পদত্যাগপত্র জমা দিয়েছিলেন! বোর্ডের প্রায় সব ব্যাপারে কোহলির প্রভাব এতটাই বেশি যে তাতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন হর্তাকর্তারাও! ফলে কোহলির অতিমানবীয় ব্যাটিং পারফর্মেন্সও রামাচন্দ্রের মুখ বন্ধ করতে পারেনি। কোহলির দাপটের সামনে কোচিং স্টাফ, নির্বাচক এবং প্রশাসনিক কর্মকর্তা, সবাই নাকি বামন (তার ভাষায় ‘পিগমি’) হয়ে থাকেন। রামাচন্দ্রের চোখে মোদিরও এত ক্ষমতা নেই। তৃতীয় বিভাগ ফুটবল লীগ শুরু স্পোর্টস রিপোর্টার ॥ সোমবার থেকে কমলাপুর স্টেডিয়ামে শুরু হয়েছে ‘সাইফ পাওয়ার ব্যাটারি তৃতীয় বিভাগ ফুটবল লীগ’-এর খেলা। উদ্বোধনী দিনের খেলায় আরামবাগ ফুটবল একাডেমি ১-১ গোলে ড্র করে জাবিদ আহ্্সান সোহেল ক্রীড়া চক্রের সঙ্গে। গোল করেন আরামবাগের আল জুমার জাবিদের দীপক রায়। প্রধান অতিথি হিসেবে লীগের উদ্বোধন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ঢাকা মহানগরী ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান হারুনুর রশীদ।
×