ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

একটি ডাবল ও তিন সেঞ্চুরিতে বিশাল সংগ্রহ পূর্বাঞ্চলের

প্রকাশিত: ০৬:৪৭, ২৩ জানুয়ারি ২০১৮

একটি ডাবল ও তিন সেঞ্চুরিতে বিশাল সংগ্রহ পূর্বাঞ্চলের

স্পোর্টস রিপোর্টার ॥ ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল প্রথম ইনিংস ঘোষণা করেছে ৬ উইকেটে ৭৩৫ রান করে। বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের দ্বিতীয় দিন শেষে তারা এই রান তুলেছে ওয়ালটন মধ্যাঞ্চলের বিরুদ্ধে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। এটি প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর পেছনে জাকির হাসানের ডাবল সেঞ্চুরি এবং লিটন দাস, অলক কাপালি ও ইয়াসির আলীর সেঞ্চুরি বড় ভূমিকা রেখেছে। অপর ম্যাচে, বিসিবি উত্তরাঞ্চল জুনায়েদ সিদ্দিকীর শতকে প্রথম ইনিংসে গুটিয়ে যায় ৪০৮ রানে। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক নেন ৬ উইকেট। দিনশেষে ২ উইকেটে ১২৫ রান তুলেছে দক্ষিণাঞ্চল। বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বাধিক দলীয় সংগ্রহ ছিল ২০১৩-১৪ মৌসুমে জাতীয় ক্রিকেট লীগে রাজশাহীর বিপক্ষে পাঁচ উইকেটে করা ঢাকার ৭৫৬ রান। আর দুই নম্বরে আছে গত বছর বিসিএলে মধ্যাঞ্চলের বিপক্ষেই আট উইকেটে দক্ষিণাঞ্চলের ৭৪৯ রানে ইনিংস ঘোষণা। এবার সেই দক্ষিণাঞ্চলই ৬ উইকেটে ৭৩৫ রান তুলে ইনিংস ঘোষণা করল। আগেরদিন সেঞ্চুরি হয়েছিল তিনটি। ৩ উইকেটে ৩৩২ রান নিয়ে শুরু করেছিল পূর্বাঞ্চল। ১৫৬ রান নিয়ে খেলতে নেমে প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি (২১১) করেছেন জাকির হাসান। এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান ৩২০ বলে ২৩টি চারে ইনিংসটি সাজিয়েছেন। তার আগের সেরা ছিল ১৩৭*। মধ্যাঞ্চলের বিপক্ষে প্রথমদিনে সেঞ্চুরি (১১২) করেন পূর্বাঞ্চলের লিটন দাসও। সোমবার ইয়াসির (১৩২) ও অলকও (১৬৫*) তিন অংকের ঘরে পৌঁছেন। ইয়াসির ও কাপালি ২২১ রানের আরেকটি বড় জুটি গড়েন। প্রথম শ্রেণীর ক্রিকেটে চতুর্থ সেঞ্চুরি পাওয়া ইয়াসির ফেরেন ক্যারিয়ার সেরা ১৩২ করে। ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরির দেখা পাওয়া কাপালি ওয়ানডে মেজাজে ১৩৯ বলে ১৬৫ রান করে অপরাজিত থাকেন ১০ চার ও ৩ ছক্কায়। শুভাগত হোম ৩টি ও আবু হায়দার রনি নেন ২ উইকেট। আর রাজশাহীতে আগেরদিনে দুর্দান্ত শুরু করা (৩ উইকেটে ২১৪) উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চলের রাজ্জাকের বোলিংয়েই ৪০৮ রানে অলআউট হয়। আগের দিনের ৮২ রান নিয়ে খেলতে নেমে জুনায়েদ ২৩৮ বলে ১৩ চার ও দুটি ছক্কায় ১৩৭ করে আউট হন। ১০৭ রান দিয়ে ছয় উইকেট নেন রাজ্জাক। প্রথম শ্রেণীর ক্রিকেটে এটি তার ৩১তম বার ইনিংসে পাঁচ উইকেট নেয়ার রেকর্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দুই উইকেট হারিয়ে ১২৫ রান তুলেছে দক্ষিণাঞ্চল। এদিনও বড় স্কোর করতে পারেননি সৌম্য সরকার। আউট হয়েছেন ২৯ করে। তবে ওয়ানডে দল থেকে বাদ পড়া ইমরুল কায়েস ৬৩ বলে ৫৮ করে অপরাজিত রয়েছেন। তুষার ইমরান করেছেন ২৩* রান। আট উইকেট হাতে রেখে প্রথম ইনিংসে উত্তরাঞ্চলের চেয়ে ২৮৩ রান পিছিয়ে দক্ষিণাঞ্চল।
×