ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ম্যানইউতে সানচেজ বিতর্ক সঙ্গী করে

প্রকাশিত: ০৬:৪৭, ২৩ জানুয়ারি ২০১৮

ম্যানইউতে সানচেজ বিতর্ক সঙ্গী করে

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে সব গুঞ্জনের ইতি টেনে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লিখিয়েছেন এ্যালেক্সিস সানচেজ। চিলিয়ান এই স্টাইকারকে আর্সেনাল থেকে দলে নিয়েছে রেড ডেভিলসরা। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে ম্যানইউ। নতুন ক্লাবে যোগ দেয়ার মুহূর্তে বিতর্কে জড়িয়েছেন সানচেজ। তার বিরুদ্ধে অবৈধ শারীরিক সম্পর্কের অভিযোগ উঠেছে। চিলিয়ান তারকার নারী কেলেঙ্কারির খবর এখন সবার মুখে মুখে। ইংলিশ সংবাদ মাধ্যম জানিয়েছে, পাউলিনা সোবিরাজস্কা নামের এক তরুণীর সঙ্গে টাকার বিনিময়ে শারীরিক সম্পর্ক গড়েছেন সানচেজ। এমনটাই দাবি করেছেন ২০ বছর বয়সী ওই শিক্ষার্থী। পাউলিনার দাবি, এক হাজার পাউন্ডের বিনিময়ে নিজের ফ্লাটে তাকে ডাকেন আর্সেনালের স্ট্রাইকার। শুধু তাই নয় নিজের প্রেমিকা থাকা সত্ত্বেও ওই তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়েন। স্বদেশী মায়তে রডরিগেজের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক এই ফুটবল তারকার। চিলির অভিনেত্রীর সঙ্গে বেশ ক’দিন ধরেই সমস্যায় জড়িয়েছিলেন তিনি। আর এ সুযোগে ওই তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন। এরপর গেল পাঁচ মাসে মোট চারবার সানচেজের ফ্লাটে গিয়েছিলেন তিনি। মুলারের মাইলফলকে জয় বেয়ার্নের স্পোর্টস রিপোর্টার ॥ জার্মান বুন্দেসলীগায় সহজ জয় পেয়েছে বেয়ার্ন মিউনিখ। রবিবার রাতে অতিথি ওয়েডার ব্রেমেনকে ৪-২ গোলে হারিয়েছে বাভারিয়ানরা। মিউনিখের এ্যালিয়েঞ্জ এ্যারানায় বেয়ার্নের হয়ে দু’টি করে গোল করেন জার্মান তারকা টমাস মুলার ও পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভানডোস্কি। এই ম্যাচে বুন্দেসলীগায় ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেন জার্মান ফরোয়ার্ড। এই জয়ে ১৯ ম্যাচে ১৫ জয় ও দুই ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বেয়ার্ন। ১৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে বেয়ার লেভারকুসেন। লাইপজিগ ও বরুসিয়া মনশেনগ্লাডব্যাচের পয়েন্টও লেভারকুসেনের সমান ৩১। নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বেয়ার্ন। তবে খেলার ধারার বিপরীতে ২৫ মিনিটে পিছিয়ে পড়ে বাভারিয়ানরা। গোল করেন জেরোম গনডর্ফ। ৪১ মিনিটে বোয়াটেংয়ের ক্রসে দারুণ ভলিতে গোল করে বেয়ার্নকে সমতায় ফেরান মুলার। ৬৩ মিনিটে লেভানডোস্কির হেডে এগিয়ে যায় বেয়ার্ন। কিন্তু ৭৪ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন দলটির জার্মান ডিফেন্ডার নিকলাস জুলা। তিন মিনিট পর মুলারের ক্রসে আরেকটি দারুণ হেডে ফের বেয়ার্নকে এগিয়ে নেন লেভানডোস্কি। ৮৪তম মিনিটে জেমস রড্রিগুয়েজের বাড়ানো বল জালে পাঠিয়ে দলের জয় নিশ্চিত করেন মুলার। এই ম্যাচে অসাধারণ মাইলফলক স্পর্শ করেন মুলার। জার্মান বুন্দেসলীগায় ১০০ গোলের মাইলফলক গড়েছেন তিনি। ২৭২ ম্যাচ খেলে তিনি এ কৃতিত্ব গড়েন।
×