ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফাইনালের লক্ষ্যেই খেলতে এসেছি

প্রকাশিত: ০৬:৪৬, ২৩ জানুয়ারি ২০১৮

ফাইনালের লক্ষ্যেই খেলতে এসেছি

স্পোর্টস রিপোর্টার ॥ ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে বাজে হার দিয়ে শুরু। কিন্তু দ্বিতীয় ম্যাচেই শ্রীলঙ্কাকে পরাভূত করে জিম্বাবুইয়ে। ফিরতি ম্যাচে অবশ্য আবার হেরে যায়। দলীয় পারফর্মেন্সের ধারাবাহিকতা না থাকলেও ফাইনালে ওঠার আশা বেশ ভালভাবেই টিকে রয়েছে দলটি। আর ফাইনালে খেলার জন্যই এসেছে তারা এমন দাবিই করলেন দলটির উইকেটরক্ষক ব্যাটসম্যান পিটার মুর। আজ বাংলাদেশের বিরুদ্ধে ফিরতি ম্যাচে নামার আগে তিনি জানালেন ভাল পারফর্মেন্স দেখাতে সবাই আত্মবিশ্বাসী। বাংলাদেশের সঙ্গে এখন শক্তিমত্তায় বিস্তর ফারাক জিম্বাবুইয়ের। সেটার প্রমাণ হিসেবে গত ৫ বছরে টানা ৯ ওয়ানডে হারটাই যথেষ্ট। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেও ৮ উইকেটের বড় পরাজয়বরণ করেছে জিম্বাবুইয়ে। কিন্তু ফিরতি ম্যাচ নিয়ে পিটার মুর বলেন,‘অবশ্যই আমরা টুর্নামেন্টের ফাইনালকে টার্গেট করে এসেছি। বিষয়টি এমন নয় যে আমরা এখানে শুধু খেলার জন্য খেলতে এসেছি। কালকের (আজ) ম্যাচটি আমাদের জন্য মৌলিক হয়ে উঠেছে। ফাইনালে যেতে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। ম্যাচটিতে আমরা সবাই ভাল পারফর্মেন্স দেখাতে বেশ আত্মবিশ্বাসী।’ এবার বাংলাদেশে পা রাখার পর পরিবেশ ও উইকেটের সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগটা কমই ছিল জিম্বাবুইয়ের। প্রস্তুতি ম্যাচও খেলতে পারেনি আসতে বিলম্ব হওয়াতে। এ বিষয়ে মুর বলেন, ‘প্রথম ম্যাচের অভিজ্ঞতাটি আমাদের ভাল ছিল না। তবে পিচ ও কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে আমরা ভাল করেছি। আর তৃতীয় ম্যাচে উইকেট অনেক বড় ভূমিকা পালন করেছে। ম্যাচের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত আমাদের হারিয়ে দিয়েছে। তবে দ্বিতীয় ম্যাচে কিন্তু আমরা ঠিকই আমাদের সামর্থ্যরে প্রমাণ দিয়েছি।
×