ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জোকোভিচ ঘাতক হিউন

প্রকাশিত: ০৬:৪৬, ২৩ জানুয়ারি ২০১৮

জোকোভিচ ঘাতক হিউন

স্পোর্টস রিপোর্টার ॥ থেমে গেল নোভাক জোকোভিচের জয়রথ। সোমবার অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ পর্ব থেকেই সার্বিয়ান তারকাকে বিদায় করলেন কোরিয়ার অখ্যাত খেলোয়াড় চুং হিউন। মেলবোর্ন পার্কে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ৫৮ নম্বর খেলোয়াড় দক্ষিণ কোরিয়ার চুং হিউনের বিপক্ষে তিন ঘণ্টা ২১ মিনিটের লড়াইয়ে ৭-৬ (৭/৪), ৭-৫ এবং ৭-৬ (৭/৩) গেমে হারেন টুর্নামেন্টের ছয়বারের চ্যাম্পিয়ন জোকোভিচ। আর বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকাকে পরাজিত করে নতুন এক মাইলফলকও স্পর্শ করেন হিউন। প্রথম কোরিয়ান খেলোয়াড় হিসেবে কোন গ্র্যান্ডস্লামের কোয়ার্টার-ফাইনালে উঠলেন ২১ বছর বয়সী হিউন। দীর্ঘদিন ধরেই ইনজুরিতে ভুগছিলেন হিউন। কনুইয়ের চোটের কারণে ২০১৭ উইম্বলডনের পর গত বছর আর কোর্টেই নামা হয়নি তার। তবে নতুন বছরে নতুন উদ্যমে শুরু করেছিলেন তিনি। প্রথম তিন ম্যাচ জিতেই চতুর্থ পর্বে জায়গা করে নিয়েছিলেন জোকোভিচ। কিন্তু চতুর্থ রাউন্ডেই থেমে যায় তার জয়রথ। জোকোভিচকে হিউনের বিপক্ষে ম্যাচে ভুগতে দেখা গেছে শুরু থেকেই। প্রথম সেটের পর ডান কনুইয়ে চিকিৎসা নেন তিনি। ম্যাচের বাকি সময়েও তার চোখে-মুখে ব্যথার ছাপ ছিল স্পষ্ট। শেষ পর্যন্ত জোকোভিচকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়ে দারুণ রোমাঞ্চিত হিউন। অথচ, শৈশবে এই জোকোভিচকেই নকল করতে চেয়েছিলেন তিনি। সার্বিয়না তারকাকে মানতেন আদর্শ হিসেবে। ম্যাচের শেষে অকপটেই স্বীকার করেছেন কোরিয়ান তারকা। এ প্রসঙ্গে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘এই ম্যাচটা আমি জিতবো কি না তা জানা ছিল না আগে। তবে তার বিপক্ষে আবারও খেলতে পারাটাই ছিল আমার জন্য সম্মানের। যখন আমি ছোট ছিলাম তখন থেকেই তাকে নকল করার চেষ্টা করেছি। কেননা, শৈশব থেকেই তিনি ছিলেন আমার আদর্শ খেলোয়াড়। আর তার বিপক্ষে জয় পাওয়াটা এখনও বিশ্বাস করতে পারছি না আমি। এ যেন স্বপ্ন বাস্তবে পরিণত হলো আজ।’ অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে হিউন মুখোমুখি হবেন টুর্নামেন্টের আরেক চমক টেনিস স্যান্ডগ্রেনের। পঞ্চম বাছাই অস্ট্রিয়ার ডোমিনিক থিয়েমকে পাঁচ সেটের লড়াইয়ে ৬-২, ৪-৬, ৭-৬, ৬-৭ এবং ৬-৩ গেমে হারান বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ৯৬তম স্থানে থাকা ২৬ বছর বয়সী যুক্তরাষ্ট্রের স্যান্ডগ্রেন। এর ফলে এবারের আসরে এখন পর্যন্ত বড় চমক এই দুই খেলোয়াড়ই। তবে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন রজার ফেদেরার এবং টমাস বার্দিচও। অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন ফেদেরার এদিন সরাসরি সেটে জিতেই শেষ আটের টিকেট কেটেছেন। হাঙ্গেরির মার্তোন ফুসোভিচকে ৬-৪, ৭-৬ এবং ৬-২ গেমে উড়িয়ে দেন গতবারের চ্যাম্পিয়ন। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে চেক রিপাবলিকের টমাস বার্দিচের মুখোমুখি হবেন ফেড এক্সপ্রেস। অথচ একটা সময় যেন হারিয়েই গিয়েছিলেন সুইজারল্যান্ডের এই জীবন্ত কিংবদন্তি। কিন্তু গত বছরই পুনর্জন্ম হয় বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকার। যার শুরুটা এই অস্ট্রেলিয়ান ওপেন দিয়েই। মেলবোর্নে চিরপ্রতিদ্বন্দ্বী বন্ধু রাফায়েল নাদালকে পরাজিত করে গত মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। এরপর উইম্বলডনে জিতেনে ক্যারিয়ারের রেকর্ড ১৯তম গ্র্যান্ডস্লাম। ৩৬ বছর বয়সী ফেড এক্সপ্রেসের সামনে এখন ২০তম মেজর টুর্নামেন্ট জয়ের হাতছানি।
×