ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২১ আগস্ট গ্রেনেড হামলায় আহতদের চিকিৎসার দায়িত্ব নিলেন ভিসি কামরুল

প্রকাশিত: ০৬:০৩, ২৩ জানুয়ারি ২০১৮

২১ আগস্ট গ্রেনেড হামলায় আহতদের চিকিৎসার দায়িত্ব নিলেন ভিসি কামরুল

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার আহতদের চিকিৎসার দায়িত্ব নিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। সোমবার বিকেলে উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে তিনি আহতদের দায়িত্ব নেয়ার ঘোষণা দেন। উপাচার্য বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহতদের চিকিৎসার জন্য বিশ^বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থায় চিকিৎসাসেবা প্রদান করা হবে। এবং বিএসএমএমইউর পক্ষ থেকে আহতদের চিকিৎসার জন্য যতটুকু করা সম্ভব তা করা হবে এবং সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেয়ার চেষ্টা করা হবে। এজন্য চলতি সপ্তাহেই নীতিমালা করা হবে। আহতদের যাতে চিকিৎসার ক্ষেত্রে কোন ধরনের ভোগান্তি না হয় তা নিশ্চিত করা হবে। আগামী সপ্তাহ থেকেই এ প্রক্রিয়া শুরু হবে। তিনি বলেন, জাতির পিতার নামে প্রতিষ্ঠিত বিশ^বিদ্যালয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা আমাদের দায়িত্ব বলেই আমি মনে করি। সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ২১ আগস্ট বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বিএসএমএমইউর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী আসগর মোড়ল, প্রক্টর অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুর রহমান দুলাল, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ সজল কৃষ্ণ ব্যানার্জী মেরী প্রমুখ।- বিজ্ঞপ্তি
×