ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকা-সৈয়দপুর রুটে চালু হলো রিজেন্ট এয়ারওয়েজ

প্রকাশিত: ০৬:০২, ২৩ জানুয়ারি ২০১৮

ঢাকা-সৈয়দপুর রুটে চালু হলো রিজেন্ট এয়ারওয়েজ

স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ অভ্যন্তরীণ রুটে উত্তর জনপদে উন্নত সেবার প্রতিশ্রুতি দিয়ে সৈয়দপুর-ঢাকা আকাশ পথে ডানা মেলেছে বেসরকারী বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ। সোমবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে রিজেন্ট এয়ারওয়েজ ফ্লাইটের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। তিনি কেক ও ফিতা কেটে বিমানটির চলাচল উদ্বোধন করেন। সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক শাহীন আহমেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন রিজেন্ট এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লে. জেনারেল (অব) এম. ফজলে আকবর এনডিসি, পিএসসি, পিএইচডি, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) হানিফ জাকারিয়া, রিজেন্ট এয়ারওয়েজের স্থানীয় এজেন্ট শিফাত ট্যুর এ্যান্ড ট্রাভেলসের সিইও ব্যবস্থাপক জহুরুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী বিমানটি ঢাকা হতে ৫০ জন ও সৈয়দপুর হতে ৫০ জন যাত্রী বহন করে। রিজেন্ট এয়ারওয়েজের সিইও লে. জেনারেল (অব) এম. ফজলে আকবর সাংবাদিকদের জানান, নীলফামারী উত্তরা ইপিজেড, সৈয়দপুরের বড়পুকুরিয়া কয়লাখনি, মধ্যপাড়ার কঠিন শিলা প্রকল্পের পাশাপাশি নানান উন্নয়নমূলক কার্যক্রমে উত্তরাঞ্চলের গুরুত্ব অনেক বেড়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আকাশপথের সহজ যোগাযোগ। ক্রমবর্ধমান সেই বাজার ধরতেই এই গন্তব্যে এসেছে রিজেন্ট এয়ারওয়েজ। পাশাপাশি আন্তর্জাতিকমানের সেবা, আরামদায়ক ও নিরাপদ ভ্রমণের নিশ্চয়তায় রিজেন্ট এয়ারওয়েজ রংপুর বিভাগের আট জেলার যাত্রীদের আস্তার বাহন হয়ে উঠবে বলে প্রত্যাশা করেন তিনি। তিনি আরও জানান, রিজেন্ট এয়ারওয়েজ ৫০ আসনের বম্বার্ডিয়ার ড্যাশ-৮-কিউ ৩০০ বিমানটি চলবে ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে। প্রতিদিন ফ্লাইটটি যাত্রী নিয়ে সকাল ৯টায় ঢাকা থেকে ছেড়ে সকাল ১০টা ১০ মিনিটে সৈয়দপুর এসে পৌঁছাবে। আবার সৈয়দপুর থেকে যাত্রী নিয়ে সকাল ১০টা ৩০ মিনিটে ছেড়ে ১১টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। দ্বিতীয় ফ্লাইটটি বিকেল ৩টায় ঢাকা থেকে ছেড়ে ৪টা ১০ মিনিটে সৈয়দপুরে পৌঁছাবে এবং ৪টা ৩০ মিনিটে সৈয়দপুর হতে ছেড়ে ৫টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ফ্লাইটটি সব ধরনের করসহ সর্বনিম্নœœ ভাড়া ওয়ানওয়ে ২ হাজার ৬৯৯ ও রির্টান ৫ হাজার ৩৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি। এদিকে রিজেন্ট এয়ারওয়েজের ডেপুটি ডিরেক্টর (অপারেশন) এম এ মামদুদ খান জানান, গত ১১ জানুয়ারি থেকে সৈয়দপুর-ঢাকা-সৈয়দপুর রুটে ফ্লাইট চালু হওয়া কথা ছিল। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে তারিখ পরিবর্তন করে সোমবার (২২ জানুয়ারি) ফ্লাইট চালু করা হলো।
×