ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ক্রিকেট লীগ

লিটন, জাকির, মিজানুরের শতক

প্রকাশিত: ০৭:০৪, ২২ জানুয়ারি ২০১৮

লিটন, জাকির, মিজানুরের শতক

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের প্রথমদিনেই হয়েছে তিনটি সেঞ্চুরি। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ওয়ালটন মধ্যাঞ্চলের বিরুদ্ধে জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের লিটন দাস ও জাকির হাসান। লিটন ১১২ রান করে সাজঘরে ফিরে গেলেও তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির ১৫৬ রানে অপরাজিত থাকেন। ফলে দিনশেষে ৩ উইকেটে ৩৩২ রান তুলে বিশাল সংগ্রহের পথে রয়েছে পূর্বাঞ্চল। আর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বিসিবি উত্তরাঞ্চলের হয়ে শতক হাঁকিয়েছেন ওপেনার মিজানুর রহমান (১০৬)। তারা প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে প্রথমদিন শেষ করেছে ৩ উইকেটে ২১৪ রান নিয়ে। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে জোড়া সেঞ্চুরির সুবাদে পূর্বাঞ্চল প্রথমদিনেই বড় সংগ্রহ পেয়ে গেছে। ৩ উইকেট হারিয়ে তারা তুলে ফেলে ৩৩২ রান। মাত্র ৫০ রানে ২ উইকেট হারালে তৃতীয় উইকেট জুটিতে ১৯৩ রান যোগ করেন লিটন-জাকির। ১৮৬ বলে ৮ চার, ১ ছক্কায় ১১২ রান করে লিটন সাজঘরে ফিরলে এ জুটি ভাঙ্গে। তবে দিনের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তরুণ জাকির। তিনি ২৩৫ বলে ১৮ চারে ১৫৬ রান করে এখনও ক্রিজে। তাকে শেষ পর্যন্ত সঙ্গ দিয়ে ৩৫ রানে অপরাজিত আছেন তাসামুল হক। তাদের এমন ব্যাটিংয়েই প্রথমদিন শেষে চালকের আসনে পূর্বাঞ্চল। মধ্যাঞ্চলের হয়ে ২ উইকেট নিয়েছেন শুভাগত হোম চৌধুরী। অপর ম্যাচে, প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে দারুণ একটা দিন পার করেছে উত্তরাঞ্চল। প্রথমদিন শেষে তারা তুলেছে ৩ উইকেটে ২১৪ রান। এর পেছনে মূল ভিত গড়ে ওঠে উদ্বোধনী জুটিতে সেঞ্চুরি হাঁকানো মিজানুর ও জুনায়েদ সিদ্দিকীর ১৬৯ রান। তাদের জুটি ভাঙ্গেন রাজ্জাক। মিজানুর ১৫৫ বলে ১৬ চারে ১০৬ রান করার পর সাজঘরে ফেরেন। কিন্তু জুনায়েদ দিনের শেষ পর্যন্ত টিকে ছিলেন। মাঝে অবশ্য নাজমুল হোসেন শান্ত (০) ও ফরহাদ হোসেনকে (০) পরপর দুই বলে সাজঘরে ফিরিয়ে দিয়ে উত্তরাঞ্চলকে থমকে দিয়েছিলেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। হ্যাটট্রিকের সুযোগটা অবশ্য কাজে লাগাতে পারেননি। জোড়া ওই আঘাতের পর জুনায়েদ-নাঈম ইসলাম অবিচ্ছিন্ন ৪৩ রানের জুটি গড়ে দিন শেষ করেন। জুনায়েদ ১৪৮ বলে ৯ চার ও ২ ছক্কায় ৮২ এবং নাঈম ২৫ রানে ব্যাটিংয়ে আছেন। উত্তরাঞ্চলের পতন ঘটা ৩ উইকেটই নিয়েছেন রাজ্জাক।
×