ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১৫ বছর বয়সেই ক্যারিয়ারের প্রথম সিনিয়র ট্রফি জিতে জাগিতোভার চমক

ইউরোপের শ্রেষ্ঠত্ব হারালেন মেদভেদেভা

প্রকাশিত: ০৭:০৩, ২২ জানুয়ারি ২০১৮

ইউরোপের শ্রেষ্ঠত্ব হারালেন মেদভেদেভা

স্পোর্টস রিপোর্টার ॥ ইউরোপের শ্রেষ্ঠত্ব হারালেন এভজেনিয়া মেদভেদেভা। তাও আবার ১৫ বছরের এক বিস্ময় বালিকার কাছে। হ্যাঁ, শনিবার মস্কোতে অনুষ্ঠিত ইউরোপের প্রমীলা ফিগার স্কেটিংয়ের চ্যাম্পিয়নশিপে ২৩৮.২৪ পয়েন্ট নিয়ে স্বর্ণপদক জিতেছেন এলিনা জাগিতোভা। আর ২৩২.৮৬ পয়েন্ট স্কোর গড়ে রৌপ্য নিয়েই সন্তুষ্ট থাকতে হলো মেদভেদেভাকে। ২০৪.২৫ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জিতেছেন ইতালিয়ান স্কেটার ক্যারোলিনা কোস্টনার। মেদভেদেভার সঙ্গে একত্রে অনুশীলন করেন এলিনা জাগিতোভা। বয়সে তিন বছরের ছোট। এবার সেই জাগিতোভার কাছেই হেরে গেলেন মেদভেদেভা। অথচ গত দুইবছর এই ইভেন্টে টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন মেদভেদেভা। শুধু তাই নয়, গত দুইবছরের মধ্যে এবারই প্রথমবার হারলেন রাশিয়ার এই তারকা স্কেটার। এদিকে ২০০৭ সালে প্রথমবারের মতো ইউরোপের প্রথম শিরোপা জয়ের স্বাদ পান ক্যারোলিনা কোস্টনার। সে সময়ে জাগিতোভার বয়স মাত্র চার। কিন্তু সেই জাগিতোভাই এবার চমকে দিলেন ইউরোপের এই শিরোপা নিজের শোকেসে তুলে। স্বর্ণপদক জিতে দারুণ রোমাঞ্চিত জাগিতোভা। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘নিজের দেশের টুর্নামেন্টে পারফর্ম করাটা একদিক দিয়ে খুব কঠিন, কেননা নিজেদের সমর্থকদের হতাশ করা যায় না। অন্যদিকে সহজও বলতে পারেন কারণ সবারই সমর্থন পাবেন আপনি।’
×