ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইপিএল নিলাম-২০১৮

বিশেষ ক্যাটাগরিতে সাকিব

প্রকাশিত: ০৭:০২, ২২ জানুয়ারি ২০১৮

বিশেষ ক্যাটাগরিতে সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ সাকিব আল হাসানকে কলকাতা নাইটরাইডার্সের ছেড়ে দেয়াটা ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) অন্যতম আলোচিত ঘটনা। তবে ২৭ ও ২৮ জানুয়ারি বেঙ্গালুরুতে যে নিলাম অনুষ্ঠিত হবে সেখানে তারকা ক্রিকেটারদের নিয়ে গড়া এলিট শ্রেণীর ‘মার্কুই’ ক্যাটাগরিতে জায়গা হয়েছে টাইগার অলরাউন্ডারের। যেখানে তার সঙ্গে আছেন ক্রিস গেইল, বেন স্টোকস, মিচেল স্টার্ক, শিখর ধাওয়ান, জো রুটের মতো সুপার ক্রিকেটাররা। সাত বছর পর এবার সাকিবকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইটরাইডার্স। সে কারণেই বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে এবার যেতে হচ্ছে নিলামের হাতুড়ির নিচে। প্রাথমিক তালিকায় থাকা ১,১২২ জনের মধ্য থেকে নিলামের জন্য ৫৭৮ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে দুই সেটে ১৬ জনকে নিয়ে করা হয়েছে এলিট শ্রেণীর ‘মার্কুই’ তালিকা। এই শ্রেণীর ভিত্তিমূল্য সবচেয়ে বেশি ২ কোটি রুপী করে। ‘মার্কুই’ শ্রেণীতে সাকিবের সঙ্গে আছেন বেন স্টোকস, মিচেল স্টার্ক, ক্রিস গেইল, কাইরেন পোলার্ড, যুবরাজ সিং, রবিচন্দ্রন অশ্বিন, গৌতম গাম্ভীর, শিখর ধাওয়ান, গ্লেন ম্যাক্সওয়েল, ডোয়াইন ব্রাভো, কেন উইলিয়ামসন, ফাফ ডু প্লেসি, জো রুট, হরভজন সিং ও আজিঙ্কা রাহানে। এই তালিকাটা ঠিক কি যোগ্যতার ভিত্তিতে করা হয়েছে তা জানা যায়নি। এর মধ্যে ১০ জন খেলোয়াড়ের বয়স ত্রিশের ওপরে এবং ৬ জন ভারতীয়। এলিট তালিকার শীর্ষে আছেন ভারতীয় স্পিনার অশ্বিন। সাকিবের অবস্থান ১১তম। আটটি ফ্র্যাঞ্চাইজি ধরে রেখেছে ১৮ জন ক্রিকেটারকে। নিলাম অনুষ্ঠিত হবে ১৮২টি স্লটে। চূড়ান্ত ৫৭৮ খেলোয়াড় তালিকায় বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল ১৯৩তম। তার ভিত্তি মূল্য ৫০ লাখ রুপী। ওদিকে সানরাইজার্স হায়দরাবাদের ছেড়ে দেয়া আরেক টাইগার তারকা মুস্তাফিজুর রহমানের ভিত্তি মূল্য ১ কোটি রুপী। স্বপ্নের মতো আইপিএল শুরুর পরের বছরই মুদ্রার অপর পিঠটা দেখে ফেলেছেন ‘কাটার মাস্টার।’ প্রথম আসরে হায়দরাবাদকে শিরোপা জিতিয়ে ‘সেরা উদীয়মান খেলোয়াড়’ হওয়ার পর গত আসরে তাকে মাত্র ১ ম্যাচ খেলান হয়েছিল। এবার ইনজুরি কাটিয়ে ইনফর্ম মুস্তাফিজকে উঠতে হলো নিলামে। দীর্ঘ সময় ধরে একের পর এক ইনজুরিতে পড়েছেন বাংলাদেশ জাতীয় দলের এই পেস সেনসেশন। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে ফের ইনজুরিতে পড়েন। ঘরোয়া বিপিএলের মাঝপথে ২২ গজে ফিরেও তেমন কিছু করতে পারেননি। তবে চলতি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আবারও সেই পুরনো মুস্তাফিজকে দেখা যাচ্ছে। দুই ম্যাচে ৩ উইকেট নিলেও তার কাটার আর স্লোয়ারে প্রতিপক্ষ ব্যাটসম্যানরা খাবি খাচ্ছে নিয়মিতই।
×