ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ড-পাকিস্তান প্রথম টি২০ আজ

টি২০তে ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান

প্রকাশিত: ০৭:০১, ২২ জানুয়ারি ২০১৮

টি২০তে ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডে সিরিজে ৫-০তে হোয়াইটওয়াশের লজ্জা ভুলে টি২০তে ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান। সফরকারী অধিনায়ক সরফরাজ আহমেদ এমনটাই বলেছেন, ‘সামর্থ্য থাকা সত্ত্বেও ওয়ানডে সিরিজে ভাল করতে পারিনি আমরা। যেভাবে এই কন্ডিশনে খেলার দরকার ছিল, দল সেভাবে খেলতে পারেনি। ব্যাটসম্যানরা বড় রান করতে পারেনি। বোলাররা সময়মতো উইকেট নিতে পারেনি। পুরো সিরিজই আমাদের জন্য খারাপ কেটেছে। তবে টি২০তে ভাল করতে চাই, ওয়ানডে সিরিজের দুঃখ ভুলে যেতে চাই। ছোট্ট ফরমেটে সিরিজ জেতাই লক্ষ্য।’ ওয়েলিংটনে বাংলাদেশ সময় সকাল নয়টায় শুরু তিন ম্যাচ সিরিজের প্রথম টি২০। ছোট্ট ফরমেটের র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড, দ্বিতীয় স্থানে পাকিস্তান। ২০০৭-২০১৬ পর্যন্ত মুখোমুখি ১৫ ম্যাচের ৮টিতে জয় পাকিদের, কিউদের সাফল্য ৭ বার। র‌্যাঙ্কিংয়ে অবস্থান, মুখোমুখি লড়াই সববিচারেই সেয়ানে-সেয়ানে লড়াইয়ের ইঙ্গিত থাকলেও নিউজিল্যান্ডের মাটিতে পাকিস্তানের অতীত রেকর্ড ভাল নয়। এখানে খেলা দুই সিরিজের দুটিতেই হেরেছে সফরকারীরা। দুবারই ২-১এ জিতেছে স্বাগতিক নিউজিল্যান্ড। অতীত রেকর্ড ধরে রাখার পাশাপাশি ওয়ানডের মতো পারফর্মেন্স করতে চায় কিউইরা। অধিনায়ক উইলিয়ামসন বলেন, ‘আমরা দারুণ ফর্মে রয়েছি। পুরো ওয়ানডে সিরিজেই দল সেরা পারফর্মেন্স করেছে। শতভাগ সাফল্য নিয়ে এবার টি২০ লড়াই শুরু করব। এই সিরিজেও ভাল করতে আমরা দারুণ আত্মবিশ্বাসী। অতীতেও এখানে পাকিস্তান সুবিধা করতে পারেনি। এবারও আমরা তাদের কোন সুযোগ দেব না। দল হিসেবে খেলে সিরিজ জেতাটাই একমাত্র লক্ষ্য।’ সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী পাকিস্তান। দুঃস্মৃতি নিয়ে তিন ম্যাচের টি২০ শুরু করছে সরফরাজের দল। ওয়ানডেতে ৫-০তে সিরিজ হারের প্রতিশোধ নিতে মরিয়া তারা। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর টানা ৯ জয়ের স্মৃতি সঙ্গী করে এখানে পাড়ি জমিয়েছিল পাকিরা। শেষ ১২ ম্যাচের মাত্র একটিতে হেরেছিল তারা। সেখানে হোয়াইটওয়াশের পথে নিউজিল্যান্ডের মাটিতে টানা ৮টি ওয়ানডে হারল পাকিস্তান। আগের সফরগুলো ধরলে টানা হারের সংখ্যা ১০। পাকিস্তান ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ খুব বেশিবার হয়নি। এর আগে মাত্র দুবার এমন লজ্জায় পড়েছিল তারা। সর্বশেষ ৮ বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে। কমপক্ষে তিন ম্যাচ সিরিজ বিবেচনায় নিলেও পাকিরা তাদের ক্রিকেট ইতিহাসে খুব বেশিবার কিন্তু এমন লজ্জায় পড়েনি। হোয়াইটওয়াশের শিকার এর আগে হয়েছে ৯ বার। ২ ম্যাচ সিরিজকে বিবেচনায় নিলেও সংখ্যাটি সবমিলিয়ে ১৫ বার। সর্বশেষ চারবারের তিনবারই পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছে কিন্তু এই নিউজিল্যান্ডই। অথচ ২০১৫ সালের আগে কিউদের বিপক্ষে একবারও হোয়াইটওয়াশ হয়নি পাকিস্তান। এর মধ্যে পাকিস্তানকে বাংলাওয়াশ করেছিল বাংলাদেশও। ওয়ানডেতে পাকিস্তান সবচেয়ে বেশি হোয়াইটওয়াশ হয়েছে ইংল্যান্ডের কাছে, চারবার। এরপর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া তিনবার করে। ওয়েস্ট ইন্ডিজের কাছে তারা দুবার। ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের কাছে একবার করে। ওয়ানডেতে এমন ধাক্কা সামলে টি২০তে ঘুরে দাঁড়ানোটা সরফরাজদের জন্য সত্যি কঠিন।
×