ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্টিয়ারিংবিহীন গাড়ি আনছে জেনারেল মোটরস

প্রকাশিত: ০৬:২৬, ২২ জানুয়ারি ২০১৮

স্টিয়ারিংবিহীন গাড়ি আনছে জেনারেল মোটরস

অর্থনৈতিক রিপোর্টার ॥ মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরস এনেছে ৪র্থ প্রজন্মের স্বচালিত গাড়ি ক্রুস এভি। এতে লাগবে না কোন চালক। এমনকি নেই স্টিয়ারিং উইল, প্যাডেল ও অন্যান্য ম্যানুয়াল কন্ট্রোলও। এর জন্য সরকারের পরিবহন বিভাগের সঙ্গে একটি নিরাপত্তা পিটিশন সই করেছে জেনারেল মোটরস। সূত্র ফিন্যান্সিয়াল এক্সপ্রেস। স্বচালিত সিস্টেমে চালিত গাড়িটি চালাতে কোন চালকের প্রয়োজন নেই। জিএম এর ক্রুস এভি গাড়িটির কোন স্টিয়ারিং হুইল বা অন্যান্য ম্যানুয়েল কন্ট্রোল সিস্টেমও নেই। ৯৪ শতাংশ গাড়ি দুর্ঘটনার কারণ মানুষের ড্রাইভিং ভীতি। এই ভীতি দূর করার লক্ষ্য নিয়েছে জেনারেল মোটরস। তারা এর হতাহতের সংখ্যা কমিয়ে আনার চেষ্টা করছে। জেনারেল মোটরসের চেয়ারম্যান ও সিইও ম্যারি বাররা বলেন, বিশ্বজুড়ে আমাদের টিম ডিজাইন, উন্নতি ও বিস্তৃতির মাধ্যমে গাড়ির সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছি। এটা আমাদের চতুর্থ প্রজন্মের স্বচালিত ক্রুস এভি গাড়ি। এই স্বচালিত গাড়িগুলো বিদ্যুত চালিত। এতে গাড়ির দূষণ কমাতে সাহায্য করবে। প্রতিষ্ঠানটি একটি প্রতিবেদন অনুযায়ী, রাস্তায় তিনটির মধ্যে ১টি গাড়ি রাস্তায় ঘুরতে থাকে শুধু পার্কিয়ের জন্য। জিএমএর এই প্রযুক্তি সময় ও স্থানের উপযুক্ত ব্যবহার করবে। ২০১৯ সালে বাজারে আসবে স্বচালিত স্টিয়ারিং হুইল বিহীন ‘ক্রুস এভি’ গাড়িটি।
×