ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে এডিবির সহায়তা ৮০০ কোটি ডলারে পৌঁছাবে

প্রকাশিত: ০৬:২৫, ২২ জানুয়ারি ২০১৮

বাংলাদেশে এডিবির সহায়তা ৮০০ কোটি ডলারে পৌঁছাবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ভবিষ্যতে বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তা ৮০০ কোটি ডলারে পৌঁছাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নবনিযুক্ত এডিবির আবাসিক প্রতিনিধি মনমোহন প্রকাশ। রবিবার বিকেলে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাতকালে এ কথা জানান মনমোহন প্রকাশ। তিনি তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বৈঠকে এডিবির আবাসিক প্রতিনিধি জানান, এডিবি বাংলাদেশের উন্নয়নে দ্বিতীয় বৃহৎ অংশীদার হিসেবে গত পাঁচ বছরে প্রায় ৫ বিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়েছে। ভবিষ্যতে এ সহায়তা ৮ বিলিয়ন ডলারে পৌঁছাবে। তিনি বলেন, বর্তমানে মাত্র ৬০ জন লোকের হাতে বিশ্বের অর্ধেকেরও বেশি সম্পদের মালিকানা রয়েছে। যার ফলে সম্পদের বণ্টনে বিশাল অসামঞ্জস্যতা বিরাজ করছে। এডিবি এ বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে। এজন্য সামাজিক অবকাঠামো উন্নয়নে এডিবি সবচেয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে। উন্নত ও আধুনিক নগরায়ন, যোগাযোগ, ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও বাংলাদেশের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এডিবির আবাসিক প্রতিনিধি। সৌজন্য সাক্ষাতকালে খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে এডিবি বৃহৎ অংশীদার। স্থানীয় সরকার বিভাগের অধীন এলজিইডিতে ১৫টির অধিক প্রকল্প এডিবি সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। যাতে এডিবির অর্থ সহায়তা রয়েছে প্রায় ১৫ হাজার ৫০০ কোটি টাকা। এ সময় বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় চলমান বিভিন্ন প্রকল্পের বিষয়ে আলোচনা হয়। মন্ত্রী বলেন, যোগাযোগ, অবকাঠামো, নদী সংস্কার, পরিবেশ, কৃষি, পানি সরবরাহের অগ্রগতিতে বাংলাদেশ বিশ্বে রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।
×