ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

৮ থেকে ১১ ফেব্রুয়ারি টেক্সটাইল মেশিনারি ফেয়ার

প্রকাশিত: ০৬:২৫, ২২ জানুয়ারি ২০১৮

৮ থেকে ১১ ফেব্রুয়ারি টেক্সটাইল মেশিনারি ফেয়ার

ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল ও গার্মেন্টস মেশিনারি ২০১৮ সর্বকালের সর্ববৃহৎ মেশিনারি ফেয়ার, যা ৮ থেকে ১১ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার (বিআইসিসি)তে অনুষ্ঠিত হবে। এখানে ১৫তম সংস্করণে, বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ) এবং ইয়র্করস ট্রেড এ্যান্ড মার্কেটিং সার্ভিস কোং লিমিটেড গ্র্যান্ড বার্ষিক ইভেন্টটি যৌথভাবে আয়োজন করবে। যেখানে ১১০০ এক্সিবিটর ৩৬টি দেশ থেকে অস্ট্রিয়া, বাংলাদেশ, বেলজিয়াম, ব্রাজিল, চীন, চেক, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইটালি, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ড, পাকিস্তান, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, সিঙ্গাপুর, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, ইউএসএ, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, মিসর, পেরু এবং স্লোনিয়া। আন্তর্জাতিক ব্র্যান্ডসমূহের প্রাণবন্ত অংশগ্রহণ ॥ বিশ্বের অনেকগুলো শীর্ষস্থানীয় ব্র্যান্ড টেক্সটাইল ও গার্মেন্টস সাপ্লাই চেইন হিসাবে যেমন- MAYER & CIE, PAI LUNG, SANTONI, SHIMA SEIKI, STOLL, TERROT, PIACANOL, M & R, CTMTC, FONG’S, GROZ-BECKERT, KARL MAYER, LMW, SAURER, SAURER, Trutyschler, TOYOTA etc.-বিজ্ঞপ্তি
×