ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তৈরি পোশাক শিল্পের চার প্রদর্শনী শুরু হচ্ছে বুধবার

প্রকাশিত: ০৬:১৯, ২২ জানুয়ারি ২০১৮

তৈরি পোশাক শিল্পের চার প্রদর্শনী শুরু হচ্ছে বুধবার

অর্থনৈতিক রিপোর্টার ॥ তৈরি পোশাক শিল্পের আধুনিকায়ন এবং উন্নয়নে রাজধানীতে শুরু হচ্ছে তৈরি পোশাক শিল্পের চারটি আন্তর্জাতিক প্রদর্শনী। আগামী বুধবার প্রধান অতিথি হিসেবে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চারদিনব্যাপী এ প্রদর্শনীগুলোর উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। দেশের পোশাক খাতের উন্নয়নে প্রদর্শনী চারটি হচ্ছে মেশিনারি, ইয়ার্ন এ্যান্ড ফেব্রিকস, গার্মেন্টস এ্যাকসেসোরিজ এ্যান্ড প্যাকেজিং এবং প্রিন্টিং মেশিনারিজ এ্যান্ড টেকনোলজি ফর দ্য গার্মেন্টস সেক্টর। ২৪টি দেশের ৪৫০টি প্রতিষ্ঠান এ প্রদর্শনীতে অংশগ্রহণ করবে। বাংলাদেশ গার্মেন্ট এ্যাকসেসরিজ এ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এ্যান্ড এক্সপোর্টারস এ্যাসোসিয়েসন (বিজিএপিএমইএ) এই প্রদর্শনীগুলোর আয়োজন করবে বলে রবিবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, পোশাক শিল্পের মেশিনারি এবং এর সহায়ক পণ্যের ১৭তম আন্তর্জাতিক প্রদর্শনী ‘গার্মেন্টেক বাংলাদেশ ২০১৬’; ৯ম ‘ইয়ার্ন এ্যান্ড ফেব্রিক সোর্সিং ফেয়ার’ এবং ৯ম ‘গ্যাপেক্সপো’ শীর্ষক চারটি প্রদর্শনী আইসিসিবি’র ১০টি হল জুড়ে অনুষ্ঠিত হবে, যা চলবে আগামী ২৪ থেকে ২৭ জানুয়ারি। আগের আসরগুলোর ধারাবাহিকতায় এবারের প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, ভিয়েতনাম, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা, ইতালি, জার্র্মানি, সিঙ্গাপুর, জাপান, তাইওয়ান, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন, থাইল্যান্ড, কলম্বিয়া, মালয়েশিয়া, কানাডা, স্পেন, ফ্রান্স এবং হংকংয়ের মোট ৪৫০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলবে।
×