ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

প্রকাশিত: ০৬:১৫, ২২ জানুয়ারি ২০১৮

পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে মোট ৩৪৪ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ১৪ কোটি ৬১ লাখ টাকা কম। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৫৮ কোটি ৯৬ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬৮, কমেছে ১১৩ ও আর অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ২৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৪৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৪১০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৬০ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- স্কয়ার ফার্মা, ইফাদ অটো, ন্যাশনাল ব্যাংক, গ্রামীণফোন, গোল্ডেন হার্ভেস্ট, দেশবন্ধু পলিমার, বিডি থাই, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, প্যারামাউন্ট টেক্সটাইল ও ন্যাশনাল টিউব। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো- ইস্টার্ন কেবল, ইউনাইটেড ইন্স্যুরেন্স, দেশবন্ধু পলিমার, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, রেনউইক যজ্ঞেশ্বর, মুন্নু জুট স্টাফলার, বেক্সিমকো ফার্মা, ন্যাশনাল টিউব, এসিআই ফর্মূলেশন ও ন্যাশনাল ব্যাংক। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো- মেঘনা কনডেন্স মিল্ক, সিডিএম মিউচুয়াল ফান্ড, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, শাহজালাল ইসলামী ব্যাংক, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, সিভিও পেট্রোকেমিক্যাল, পিএইচি মিউচুয়াল ফান্ড, আজিজ পাইপ, ইস্টার্ন হাউজিং ও মেঘনা পেট। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৭ কোটি ৫৭ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৯৫৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৫ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১১, কমেছে ৮৭ এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির শেয়ার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- ন্যাশনাল ব্যাংক, আরএসআরএম স্টিল, কেয়া কসমেটিক, বেক্সিমকো, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, সাইফ পাওয়ার টেক, দেশবন্ধু পলিমার, নাহি এ্যালুমিনিয়াম ও লাফার্জ সুরমা সিমেন্ট।
×